বিজ্ঞাপন

তামিমের দেখানো পথেই হাঁটতে চাইছেন বিজয়

January 21, 2018 | 3:32 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

বাংলাদেশের হয়ে শাহরিয়ার নাফীসের দ্রুততম ১ হাজার রানের রেকর্ডে ভাগ বসিয়েছেন। দলে ফিরে নতুন অধ্যায়ে এখন পর্যন্ত বড় কিছু করতে পারেননি, দুই ইনিংসে করেছেন ১৯ ও ৩৫ রান। তবে এনানুল হক বিজয় আপাতত তা নিয়ে ভাবছেন না। বরং দল যেভাবে চাচ্ছে সেভাবে খেলাটাই তার কাছে এখন বড়। সেজন্য অগ্রজ সতীর্থ তামিম ইকবালের দেখানো পথই অনুসরণ করছেন।

জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ম্যাচে শুরুটা বেশ ভালো করেছিলেন, কিন্তু আউট হয়ে গেছেন ১৯ রানে। পরের ম্যাচে বরং অনেকবার জীবন পেয়েও ৩৫ রানের বেশি করতে পারনেনি। এনামুল হকের কাছে আপাতত দলের চাওয়াটা পূরণ করতে পারাটাই বড়।

বিজ্ঞাপন

বিজয় জানালেন, ‘টিম ম্যানেজমেন্ট থেকে স্বাধীনতা দেয়া হয়েছে আমাকে আমার মতো করে খেলতে। দল যেভাবে চাচ্ছে চেষ্টা করছি সেভাবেই খেলার জন্য। আসলে স্বাধীনতা পেলে তো অবশ্যই ভালো লাগে। নিজেরটা আরও দেখানো যায় কতটুকু পারা সম্ভব, কতটুকু পারি।’

দরকার হলে নিজের খেলার ধরনটা বদলে ফেলতেও প্রস্তুত বিজয়, ‘আমি সব সময় চেয়েছি যেভাবে দল চায় সেভাবেই ব্যাটিং করতে। আমার খেলাটা আমি যেকোনো সময় পরিবর্তন করতে পারব। কোনো সমস্যা নেই। যদি দেখা যায় উইকেট অনেকগুলো তাড়াতাড়ি পড়ে গেছে তখন যতুটুক পারব উইকেটে টিকে থাকার চেষ্টা করব। টি-টোয়েন্টিতে যখন মারতে হবে তখন চেষ্টা করব পাওয়ার প্লে-তে মারার। যদি টেস্ট ক্রিকেট হয় তাহলে চেষ্টা করব লম্বা সময় ব্যাটিং করার। আমি আমার খেলার থেকে যেকোনো সময়ে বের হয়ে আসতে পারি।’

জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা লাইভ ম্যাচ দেখুন এখানে

বিজ্ঞাপন

সেটা করতে হলে তো আগে উইকেটে থাকতে হবে, কিছু রান পেয়ে নিজের আত্মবিশ্বাসও ঝালাই করে নিতে হবে। বড় ইনিংসের জন্য বিজয় প্রেরণা নিচ্ছেন তামিমের কাছ থেকে, ‘আমার কাছে মনে হয় বড় ইনিংস খেলা একটা অভ্যাসের ব্যাপার। তামিম ভাইকে দেখলে বুঝতে পারি। তিনি ২০১৫ সাল থেকে যেভাবে বড় ইনিংস খেলে যাচ্ছেন, আমার মনে হয় জুনিয়র ব্যাটসম্যান হিসেবে এটা আমার জন্য শিক্ষণীয়।’

‘তামিম ভাই সব সময় খুব সমর্থন করেন। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তামিম ভাইয়ের চেয়ে সাপোর্টিভ কেউ নেই। তামিম ভাইয়ের সাথে ব্যাটিং করা গর্বের ব্যাপার। আর ডানহাতি ও বাঁহাতির কম্বিনেশন থাকলে বোলারদের জন্য একটু অসুবিধা থাকে। আমরা ওপেনাররা যদি বেশি রান করতে পারি, তাহলে পরের দিকের ব্যাটসম্যানদের জন্য কাজ সহজ হয়ে যায়।’ যোগ করেন বিজয়।

কিন্তু প্রথম দুই ম্যাচে কি একটু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলেছেন? বিজয় সেখানেও তামিমের কাছ থেকে শিখতে চাইছেন, ‘আমার কাছে মনে হয় ক্যালকুলেটিভ রিস্ক নেয়াটা জরুরি। একটা ম্যাচে আমি ভুল করেছি। সামনে চেষ্টা করবো ভুল না করার জন্য। তামিম ভাই মাঝে মাঝে রিস্ক নেন। একজন বোলারকে সুবিধা মতো পেলে দুইটা বাউন্ডারি মেরে দিলে রানরেটটা কাছাকাছি চলে আসে। আমি একজন টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে তামিম ভাইকে অনুসরণ করার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন