বিজ্ঞাপন

বড়পুকরিয়া বিদ্যুৎকেন্দ্রে একটি ইউনিট চালু

August 20, 2018 | 4:22 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু হয়েছে।

আজ সোমবার (২০ আগস্ট) সকালে এই ইউনিট চালু করা হয়। ১২৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি থেকে একশ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কয়লা সংকট থাকলেও ঈদুল আজহায় উত্তরাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই ইউনিটটি চালু করা হয়েছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) প্রকৌশলী মাহবুবুর রহমান সারাবাংলাকে বলেন, আজ (সোমবার) সকালে একটি ইউনিটে ফায়ারিং করা হয়েছে। আমরা আশা করছি, বিকেল থেকে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, ১২৫ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিট থেকে একশ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। কয়লা সংকট থাকার কারণে উৎপাদন সক্ষমতার পুরোটা পাওয়া যাবে না বলে জানান তিনি।

মাহবুবুর রহমান আরও জানান, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে এখন দিনে একশ থেকে পাঁচশ টন কয়লা পাওয়া যাচ্ছে। তা মজুত করে রাখা হচ্ছে। এখন পর্যন্ত ৫ হাজার টন কয়লার মজুত আছে। এই পরিমাণ কয়লা দিয়ে খুব অল্প দিনের জন্য বিদ্যুতের উৎপাদন চালু রাখা সম্ভব হবে। আমরা ঈদের ছুটিতে এই ইউনিটটি চালু রাখার লক্ষ্য নিয়ে কাজ করছি। ১২৫ মেগাওয়াটের ইউনিটটি চালু রাখতে হলে দৈনিক ১২শ টন কয়লার প্রয়োজন বলে জানান তিনি।

জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে একটি ইউনিট নিয়মিত সার্ভিসিংয়ে রয়েছে, যার উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট। এই ইউনিটটি সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ চালুর উপযোগী হবে। ১২৫ মেগাওয়াটের অন্য ইউনিটটি চালু হয়েছে। আর ২৭৫ মেগাওয়াটের ইউনিট এখনই উৎপাদনের উপযোগী থাকলেও কয়লা সংকটের কারণে চালু করা যাচ্ছে না। ২৭৫ মেগাওয়াটের ইউনিটটি চালু করতে দৈনিক ২৮শ টন কয়লা প্রয়োজন।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল রোববার (১৯ আগস্ট) বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, দুয়েকদিনের মধ্যেই চালু হবে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট।

প্রসঙ্গত, বড়পুকুরিয়া কয়লা খনির মুখে স্থাপিত দেশের একমাত্র কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটি কয়লা সংকটের কারণে গত ২২ জুলাই রাতে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দেশের উত্তরাঞ্চলের আট জেলায় ব্যাপক লোডশেডিং দেখা দেয়। অন্যদিকে, কয়লা খনির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, যা এখন দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।

সারাবাংলা/এইচএ/টিআর

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন