বিজ্ঞাপন

মনমোহন এক অনুপম

April 7, 2018 | 2:04 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

টুইটারে ছবিটা দেখার পর অনেকের কপালেই ভাঁজ পড়েছে। ছবির মানুষটি কি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং নাকি অনুপম খের। একি নিছক মজা নাকি ঘটনায় কোনও রহস্য আছে।

রহস্য উন্মোচিত হতে অবশ্য খুব বেশি সময় লাগেনি। জানা গেছে, নিজের পরবর্তী ছবি ‘অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ এই চেহারাতেই দেখা যাবে অনুপম খেরকে। কারণ ছবিতে তিনি  ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন।

শুক্রবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে মনমোহন রূপী অনুপমের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। যেখানে কংগ্রেসের সাবেক প্রধানমন্ত্রী চরিত্রে অনুপমকে বেশ মানিয়েছে বলে মন্তব্য করছেন ভক্তরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এই চরিত্রে অভিনয় করবেন জার্মান অভিনেত্রী সুজান বার্নেট। সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কার ভূমিকায় দেখা যাবে অহনা কুমরাকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করবেন অক্ষয় খান্না। গুঞ্জন রয়েছে, রাহুল গান্ধীর চরিত্রে দেখা যেতে পারে ‘তাল’ খ্যাত এই অভিনেতাকে।

মনমোহনের ভূমিকায় অনুপমের ছবিটি প্রথম টুইট করেন চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। সঞ্জয় মারুর বই ‘অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ অবলম্বনে একই নামে ছবি পরিচালনা করছেন বিজয় রত্নাকর গুট্টে। লন্ডনে এই ছবির কাজ শুরু হয়েছে। এ বছরের ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন