বিজ্ঞাপন

সাংবাদিকদের সুযোগ কমিয়ে দিল ‘কান’

March 27, 2018 | 4:40 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

৮ মে বসতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্মের কান শহরে ১২ দিন ব্যাপী চলবে এই আয়োজন। বরাবারের মতো এবারও বিখ্যাত সব তারকাশিল্পী, পরিচালক, প্রযোজক, চলচ্চিত্র ব্যবসায়ীদের সম্মেলন ঘটবে এখানে। এবার অনুষ্ঠিত হবে কানের ৭১ তম আসর।

কিছুটা অবাক করে দিয়ে নতুন নতুন কিছু নিয়মের কথা শোনা যাচ্ছে এবারের কান চলচ্চিত্র উৎসবে। কিছুদিন আগেই খবর এলো কানের রেড কার্পেটে সেলফি তোলা যাবে না। সেই রেশ কাটতে না কাটতেই এসেছে নতুন আরেক খবর।

এবার কানের নজর পড়েছে সাংবাদিকদের দিকে। আয়োজনে কিছু সুবিধা খর্ব হচ্ছে সাংবাদিকদের। প্রেস-শো এর আয়োজন করা হতো প্রতিবছর। বিশেষ এই প্রদর্শনী থাকছে না ৭১ তম আয়োজনে।

বিজ্ঞাপন

মূল প্রদর্শনীর আগে প্রেস শো করার পর রিভিউ লেখেন সমালোচক ও সাংবাদিকরা। আর ছবিটির রিভিও খারাপ হলে, তা পরবর্তী শো গুলোকে ক্ষতির মুখে ফেলে। প্রতিবছর এই অভিযোগ করে আসছেন শিল্পী, পরিচালক, ব্যবসায়ীরা।

রেড কার্পেটেও সাংবাদিকদের সহজ চলাচলে নেয়া হবে বিশেষ ব্যবস্থা। তবে সেটি কেমন হবে, তা পরিস্কার নয় এখনো।

গতবছর চার হাজারেরও বেশি সমালোচক ও সাংবাদিক অংশ নেয় কান চলচ্চিত্র উৎসবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন