বিজ্ঞাপন

ফুটবল নিয়তি! ২০ বছর পর পর নতুন দল জেতে বিশ্বকাপ

July 14, 2018 | 5:16 pm

সন্দীপন বসু

। সন্দীপন বসু ।

বিজ্ঞাপন

নিয়তি শব্দটিতে আজকাল অনেকেরই বিশ্বাস নেই। অন্তত এই একবিংশ  শতাব্দীতে বিজ্ঞানের পাদপ্রদীপের আলোয় দাঁড়িয়ে তো আরোই নয়। তবুও এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে যা মানুষের কল্পনারও অতীত। বিজ্ঞাননির্ভর প্রজন্ম একে প্রায়শই কাকতাল নামে সম্বোধন করে। ফুটবল বিশ্বকাপকে ঘিরেও রয়েছে এমন অনেক কাকতাল। এমনই এক পরিসংখ্যানের কাকতাল নিয়ে বিশ্বব্যাপী এই মূহুর্তে আলোচনা তুঙ্গে।

আলোচিত এই কাকতাল বা নিয়তিটি হলো বিশ্বকাপ ফুটবলের আসরে প্রতি ২০ বছর পর পর নতুন কোনও দেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ১৯৫৮ সাল থেকে শুরু হয়ে এই অদ্ভুত ঘটনা। সেবার ব্রাজিল নতুন দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপ জেতে। সতেরো বছর বয়সী পেলে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই সকলকে চমকে দেন। ফাইনালে সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে ব্রাজিল প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়।

বিজ্ঞাপন

১৯৫৮ এর পর ১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেবার খেলা হয়েছিল দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনাতেই। ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে দেয় নীল-সাদা জার্সি। কেম্পেস ২টি ও বের্তোনি ১টি গোল করেন।

বিজ্ঞাপন

আটত্তরের পর এল আটানব্বই। গত শতাব্দীর শেষ বিশ্বকাপে ফ্রান্স প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। সে বছরও ঘরের মাঠে খেলেছিল ফ্রান্স। ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে দেয় দিদিয়ের দেশমের দল। ইতিহাস গড়া ওই ফাইনালে  জিনেদিন জিদান ২টি আর পেটিট ১টি গোল করেন।

চলমান নিয়তি অথবা কাকতালের ধারাবাহিকতায় বিশ বছর পেরিয়ে এসেছে ২০১৮ সাল। রাশিয়ায় এবারের ফুটবল মহারণ। নিয়তির খেলায় সলতে দিতেই কি না এবারও বিশ্বকাপ ফাইনালে উঠেছে সম্পূর্ণ নতুন একটি দল ক্রোয়েশিয়া। সেই ক্রোয়েশিয়া- যারা ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই সেমিফাইনালে উঠেছিল। সেই সেমিফাইনালে এবারের ফ্রান্সের কাছেই ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে।

এবার ফ্রান্স-ক্রোয়েশিয়ার দেখা হচ্ছে ফাইনালে। সূত্র ধরেই কি এবার ফুটবলের সোনালি গোলক শোভা পাবে লুকা মদ্রিচ, ইভান রাকিটিচ, পেরেসিচ, সুবাসিচদের হাতে! এবারও কি ৬০ বছরের ইতিহাসের পূনরাবৃত্তি হবে। নাকি বদলে যাবে ছয় দশকের ফুটবলের এই নিয়তি অথবা কাকতালের চলমান ধারা! সব জানা যাবে কাল- ফাইনালের মহারণে।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/ এসবি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন