বিজ্ঞাপন

যুদ্ধ-বিগ্রহ বন্ধ হোক: খালেদা

December 31, 2017 | 7:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা:
বাংলাদেশসহ সারা বিশ্বে যেন ২০১৮ সালে গুম-খুন-হত্যা, যুদ্ধ-বিগ্রহ বন্ধ হয়- বছরের শেষ দিনটাতে সেই কামনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিজ্ঞাপন

ইংরেজি নববর্ষ উপলক্ষে রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, ‘নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সকল ধরনের দমনমূলক নৃশংসতা- নববর্ষের শুরুতে আমি এই কামনা করছি।’

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান খালেদা জিয়া। সবার অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘১ জানুয়ারি প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশা ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।’

বিজ্ঞাপন

নববর্ষের বাণীতে রাজনৈতিক বক্তব্যও তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘গত বছরের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা, সজন হারানোর বেদনা এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছর একদিকে যেমন বেদনার্ত করবে অন্যদিকে তেমনি নতুন উদ্যোমে অধিকার ফিরে পেতে তাগিদ দেবে।’

‘বাংলাদেশসহ বিশ্বময় সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে গণতন্ত্র, শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের গণতন্ত্র অপহৃত হয়েছে। গণবিরোধী শক্তি জনগণের সকল অধিকারকে বন্দি করে রেখেছে। এমতাবস্থায় সকল গণতান্ত্রিক শক্তির মিলিত সংগ্রামে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে- বলেন খালেদা জিয়া।

সারাবাংলা/এজেড/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞামিঠাপুকুর-পীরগঞ্জে নির্বাচন কাল, ভোটার উপস্থিতিই চ্যালেঞ্জরামপুরা-মোহাম্মদপুরে ব্যাটারিচালিত রিকশা চালকদের অবরোধর‌্যাব হেফাজতে নারীর মৃত্যু: ক্যাম্প কমান্ডার প্রত্যাহারছাদ থেকে পড়ে মানসিক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যুএকদিন এই আর্সেনাল শিরোপা জিতবেই: আর্টেটাহেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রী নিহতরাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, সেখানে ‘প্রাণের চিহ্ন নেই’আগামী মৌসুমেই সিটিকে বিদায় বলবেন 'ক্লান্ত' গার্দিওলা?রাইসিকে বহনকারী দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের সন্ধান মিলেছে সব খবর...
বিজ্ঞাপন