বিজ্ঞাপন

কয়লা খনিতে বিস্ফোরণে চেক প্রজাতন্ত্রে নিহত ১৩

December 21, 2018 | 7:18 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

চেক প্রজাতন্ত্রের উত্তর-পূর্বের কারভিনা শহরের এক কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১৩ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) বিস্ফোরণের পর মিথেন গ্যাস সংমিশ্রণের কারণে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় খনিতে দায়িত্বরত ওকেডি কোম্পানি।

নিহতদের মধ্যে ১১ জন পোলিশ ও বাকি ২ জন চেক প্রজাতন্ত্রের নাগরিক।

কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বোলেস্লাভ কাউলাসেজেক বলেন, দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। খনির পরিস্থিতি প্রতিকূলে থাকায় উদ্ধার তৎপরতা বন্ধ রয়েছে। সেখানে আগুনের জ্বলছে, কিছুই দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস দুর্ঘটনা কবলিত খনিটি পরিদর্শন করেছেন ও নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

১৯৯০ সালের পর চেক প্রজাতন্ত্রে  এটাই সবচেয়ে বড় খনি দুর্ঘটনা।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন