বিজ্ঞাপন

৩ দিনের নিচে প্যাকেজ দিতে পারবে না মোবাইলফোন কোম্পানি

January 27, 2019 | 6:37 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : আগামী ফেব্রুয়ারি থেকে মোবাইল ইন্টারনেট ও ভয়েস কলের সকল প্রকার প্যাকেজ, অফার ও বান্ডেলের মেয়াদ হবে সর্বনিম্ন তিন দিন। অর্থাৎ তিন দিনের কমে আর কোনো প্যাকেজ, অফার বা বান্ডেলের সেবা দিতে পারবে না মোবাইল ফোন অপারেট কোম্পানিগুলো।

গ্রাহকের স্বার্থ বিবেচনায় সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস) জাকির হোসেন খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিটিআরসির ওই নির্দেশনায় বলা হয়েছে, সকল প্রকার প্যাকেজ-অফার বা বান্ডেলের মেয়াদ হবে নূন্যতম তিন দিন। নির্দেশনাটি আগামী ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য হবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা ‘পে পার ইউজ’ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। নির্ধারিত সীমা অতিক্রান্ত হলে গ্রাহককে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ-বান্ডেল-অফার সাবসক্রাইব করতে হবে। এছাড়াও অটো রিনিউ ফিচার চালু আছে এমন ইন্টারনেট প্যাকেজ-বান্ডেল-অফারে কেনা ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদ শেষ হওয়া মাত্রই প্যাকেজ বান্ডেল বা অফারগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

এ দুটি নির্দেশনাই ২৭ জানুয়ারি থেকেই প্রজোয্য হবে বলে জানিয়েছে বিটিআরসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এসএমএন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন