বিজ্ঞাপন

এফআর টাওয়ার মালিকের সঙ্গে ‘যোগাযোগ করতে পারছে না’ পুলিশ

March 29, 2019 | 5:40 pm

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ২৪ ঘণ্টা পরও ওই ভবনের মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) এফআর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই ভবন মালিকের পরিচয় পাওয়া গেলেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। আমরা মালিকের পরিচয় পেয়েছি, তাও অন্য একটি মাধ্যম থেকে। পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক চেষ্টার পরও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।’

এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় মামলার বিষয়ে আইজিপি বলেন, ‘যারা নিহত অথবা আহত হয়েছেন তাদের স্বজনদের মধ্য যারা ক্ষতিগ্রস্ত হয়ে‌ছেন তারা বা তাদের স্বজনেরা মামলার বাদী হওয়ার প্রথম দাবিদার। যদি তা পাওয়া না যায় তাহলে রাষ্ট্র বাদী হয়ে মামলা করে।’

জাবেদ পাটোয়ারী বলেন, ‘মামলার বাদী খুঁজছে পুলিশ। বাদী পাওয়া না গেলে রাষ্ট্র বাদী হয়ে মামলা দায়ের করবে। স্বজনদের মধ্যে থেকে কেউ বাদী হন কি-না সেটি আমরা প্রথমে দেখছি। যদি পাওয়া না যায় তখন রাষ্ট্র চাইলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

বিজ্ঞাপন

আইজিপি বলেন, ‘কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস আমাদের কাছে এফআর টাওয়ারটি বুঝিয়ে দেবে। তারপর আমাদের কার্যক্রম কি হবে সেটা আমরা চূড়ান্ত করেছি। প্রতিটি ফ্লোরে পুলিশের নেতৃত্বে একটি করে টিম যাবে। সঙ্গে ফায়ার সার্ভিস আর অফিসগুলোর প্রতিনিধিরা থাকবেন। কারও কোনো মূল্যবান জিনিস থাকলে সেগুলো যেন খোয়া না যায়, আমরা সেগুলো তাদের কাছে বুঝিয়ে দেব। বুয়েটের একটি দল আন-অফিসিয়ালি এসেছে। আগামীকাল বা পরশু আনুষ্ঠানিকভাবে তাদের একটি দল আসবে। তারা যদি নিরাপদ বলেন তাহলে ভবন খুলে দেব; আর না বললে ভবন খোলা হবে না।’

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে আগুন লাগে। আগুনের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশের গুলশান জোন।

সারাবাংলা/এমএমএইচ/একে

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের সুবিধায় ৪ জায়গায় রাখা হবে মরদেহ
তদন্ত রিপোর্ট অনুয়ায়ী কাজ না করায় ফের আগুন
হত্যাকাণ্ড হিসেবেই দায়ীদের বিরুদ্ধে মামলা: শ ম রেজাউল
এফআর টাওয়ার থেকে ২৫ লাশ উদ্ধার: গুলশান ডিসি
বুকের ভেতর আছে মস্তবড় কলিজা

বনানীর এফআর টাওয়ারে আগুন, প্রতি মুহূর্তের আপডেট
সিঁড়ি না পাঠালে মারা যাবো

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন