বিজ্ঞাপন

বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

April 19, 2019 | 9:51 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যমের বিকাশ ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী, প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও শিল্পকলা একাডেমি যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে পত্রিকার সময়ে পত্রিকার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। টেলিভিশন চ্যানেলের সংখ্যাও প্রায় তিনগুণ হয়েছে। বাংলাদেশে কোনো সেন্সরের মধ্য দিয়ে সংবাদ পরিবেশন করতে হয় না। সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে যা ভবিষ্যতেও করবে।’

বিজ্ঞাপন

স্বাধীন গণমাধ্যমের তালিকা থেকে বাংলাদেশের চার ধাপ পিছিয়ে যাওয়া বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তালিকাতে প্রথম ১০টি দেশের মধ্যে নেদারল্যান্ড, বেলজিয়ামও আছে। বেলজিয়ামে আমি পড়াশোনা করেছি। বহুবছর ছিলাম। ওখানে কোনো ভুল সংবাদ প্রচার হলে সেই পত্রিকাকে জরিমানা করা হয়, বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাদের জবাবদিহিও করতে হয়। ইংল্যান্ডের ১৫০ বছরের পুরনো পত্রিকা ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’কে ভুল সংবাদ প্রচারের জন্য জরিমানা করা হয়। তারা সেই জরিমানার টাকা পরিশোধ করতে পারেনি। ফলে সম্পাদক পত্রিকা বন্ধ করে দিয়েছিল। আমাদের দেশে এমন কোনো ঘটনা ঘটেনি। তাই আমি র‍্যাংকিং এর সঙ্গে একমত নয়। এটা কিসের ভিত্তিতে হয়েছে তা আমি জানি না। বিভিন্ন সংস্থা এমন জরিপ করে থাকে। দেখা যাবে, অন্য কোনো সংস্থার জরিপে বাংলাদেশের চার ধাপ উন্নতি হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/এসবি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন