বিজ্ঞাপন

আলো ছড়ালেন স্মিথ, জিতলো নিউজিল্যান্ড একাদশ

May 8, 2019 | 2:46 pm

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিনটি আন-অফিসিয়াল ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ান একাদশ। জাতীয় দলের মোড়কে সাজানো অস্ট্রেলিয়ান একাদশ প্রথম ম্যাচে জিতেছিল। খেলেছিলেন নিষেধাজ্ঞা কাটিয়ে ১৩ মাস পর স্মিথ-ওয়ার্নার। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড একাদশ জয় তুলে নিয়েছে। স্মিথ-ওয়ার্নারদের হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

বিজ্ঞাপন

ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে তোলে ২৭৭ রান। নিউজিল্যান্ড ৪৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬ বল হাতে রেখেই জয় তুলে নেয়। দারুণ ব্যাট করেছেন অস্ট্রেলিয়ান সাবেক দলপতি স্মিথ। তবে, স্মিথের আলো কেড়ে নিয়েছেন কিউই তারকা উইল ইয়ং। ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি।

আগের ম্যাচে তিন নম্বরে নামলেও দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নামেন ওয়ার্নার। তবে, শূন্য রানেই বিদায় নেন তিনি। আরেক ওপেনার-দলপতি অ্যারন ফিঞ্চ করেন ১৬ রান (৩৬ বলে)। তিন নম্বরে নামা উসমান খাজা ৭৫ বলে করেন ৫৬ রান। শন মার্শ ২৮ রানে বিদায় নেন। পাঁচ নম্বরে নেমে ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করেন স্মিথ। তার ৭৭ বলে সাজানো ইনিংসে ছিল চারটি চার আর চারটি ছক্কার মার। গ্লেন ম্যাক্সওয়েল ৪৪ বলে ছয়টি চার, দুটি ছক্কায় করেন ৫২ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে ১২ বলে চারটি বাউন্ডারিতে করেন ২২ রান।

নিউজিল্যান্ডের ডগ ব্রাসওয়েল তিনটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান টিকনার, জেমস নিশাম, টড অ্যাশল এবং ডেরিল মিচেল।

বিজ্ঞাপন

২৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার হাশিম রাদারফোর্ড কোনো রান না করেই বিদায় নেন। আরেকওপেনার জর্জ ওরকার করেন ৫৬ রান। তিন নম্বরে নামা উইল ইয়ং রান আউট হওয়ার আগে ১৩২ বলে ১১টি চার আর দুটি ছক্কায় করেন ১৩০ রান। অধিনায়ক টম ল্যাথাম ৬৭ বলে ৬৯ এবং টম ব্ল্যান্ডেল ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।

অজি পেসার মিচেল স্টার্ক ৫ ওভারে ১৪ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। ইনজুরিতে থাকা ঝাই রিচার্ডসনের বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়ায় সুযোগ পাওয়া আরেক ডানহাতি পেসার কেন রিচার্ডসন ১০ ওভারে ৫২ রান খরচায় কোনো উইকেট পাননি। উইকেট পাননি নাথান লিয়ন, শেন অ্যাবোট, গ্লেন ম্যাক্সওয়েলরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

** অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে দুই রিচার্ডসনের অদলবদল

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন