বিজ্ঞাপন

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সুখকর অতীত

June 11, 2019 | 2:38 pm

বিশ্বকাপ ডেস্ক

বিশ্বকাপ মহারণে সেমি ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মঙ্গলবার (১১ জুন) ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। যদিও ম্যাচটিতে বৃষ্টি বাগড়া দিতে চাইছে।

বিজ্ঞাপন

আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে লঙ্কানদের থেকে দুই ধাপ এগিয়ে অবস্থান করছে টাইগাররা। টাইগাররা ৯০ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৭ নম্বরে আর ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ৯ম স্থানে অবস্থান করছে লঙ্কানরা।

ইংল্যান্ড বিশ্বকাপে লঙ্কানদের থেকে ঠিক বিপরীত ভাবে শুরু বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। আর নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানের পরাজয়ে শুরু লঙ্কানদের। নিজেদের পরের দুই ম্যাচে অবশ্য হারের মুখ দেখেছে টাইগাররা। নিউজিল্যান্ড আর স্বাগতিক ইংলিশদের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। কিউইদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে টাইগাররা হেরেছে মাত্র ২ উইকেটে আর ইংলিশদের বিপক্ষে ১০৬ রানের বিশাল পরাজয়। সেদিক থেকে কিছুটা এগিয়ে আছে লঙ্কানরা। প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে ১০ উইকেটে হারলেও জয় তুলে নেয় আফগানদের বিরুদ্ধে। আর পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি।

দেখে নেওয়া যাক লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে টাইগারদের মনে রাখার মতো কিছু পারফরম্যান্স।
*** শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা রানের দিক দিয়ে বড় ব্যবধানের জয় পেয়েছিল ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর। দুবাইয়ে সেই ম্যাচে বাংলাদেশ ১৩৭ রানে হারিয়েছিল লঙ্কানদের।
*** লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ উইকেটের দিক দিয়ে বড় ব্যবধানের জয় পেয়েছিল ২০০৯ সালের ১৪ জানুয়ারি। মিরপুরের সেই ম্যাচে টাইগাররা ৫ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে।
*** লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক মাশরাফি। ২২ ম্যাচে তিনি নিয়েছেন ২৬ উইকেট।
*** শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবালের গড় রান সর্বোচ্চ। লঙ্কানদের বিপক্ষে দেশসেরা এই ওপেনারের ব্যাটিং গড় ৩৩.৯৪।
*** লঙ্কানদের বিপক্ষে বেস্ট বোলিং ফিগারে আছে স্পিনার আবদুর রাজ্জাকের নাম। ২০১৩ সালের ২৮ মার্চ পাল্লেকেলেতে ১০ ওভারে ৬২ রান দিয়ে এই বাঁহাতি স্পিনার নিয়েছিলেন ৫ উইকেট।
*** লঙ্কানদের বিপক্ষে তামিমের রান সবচেয়ে বেশি। ২১ ম্যাচে তামিম করেছেন ৬৪৫ রান।
*** ২০১৭ সালের ২৫ মার্চ ডাম্বুলায় লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ তুলেছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩২৪/৫।
*** ২০০৮ সালের ২৫ জানুয়ারি লাহোরে দুই দল তুলেছিল ৫৮৩ রান।
*** শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান মুশফিকের দখলে। ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে মুশফিক করেছিলেন ১৪৪ রান।
*** শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ দুটি সেঞ্চুরি আছে তামিমের নামের পাশে।

বিজ্ঞাপন

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান।

বিশ্বকাপে শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, আভিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন