বিজ্ঞাপন

বগুড়ায় অবৈধ পিস্তল বিক্রি, ক্রেতা সেজে ৩ জনকে গ্রেফতার

September 2, 2019 | 3:17 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকায় অবৈধভাবে বিদেশি পিস্তল কেনাবেচার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনজন। পন্য সেবা নামের একটি ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকানে ওই পিস্তল কেনাবেচা চলছিল।

বিজ্ঞাপন

রোববার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন, বগুড়া শহরের নিশিন্দারা খাঁ পাড়া এলাকার মো. ফরিদুজ্জামান ওরফে ফরিদ (৩২),  তার সহযোগী মো. বেলাল হোসেন ওরফে বিপ্লব (২৮) ও মো. শহীদ হোসেন রকি (২৮)। এদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবির ওসি এম আসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি গোয়েন্দা দল ক্রেতা সেজে ওই দোকানে পিস্তল ও গুলি কিনতে যায়। দোকানী ফরিদ পিস্তল ও গুলি বিক্রির সময় বাইরে ওঁৎ পেতে থাকা ডিবির অভিযানিক দল তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন