বিজ্ঞাপন

মৎস্যভবন এলাকায় বাম জোট কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

December 30, 2019 | 1:02 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মৎস্য ভবন এলাকায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশে সংঘর্ষ চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষে বাম জোটের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

বিজ্ঞাপন

এদিকে সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের উপকমিশনার সাজ্জাদুর রহমান জানান, মৎস্য ভবন এলাকায় বাম জোট কর্মীদের থামাতে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। ব্যারিকেড ভেঙে নেতাকর্মীরা এগুতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বাম নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে দফায় দফায় পুলিশের সঙ্গে বাম নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। মৎস্যভবন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ‘কালো দিবস’ আখ্যা দিয়ে বাম গণতান্ত্রিক জোট প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জোটের কর্মীরা এই কর্মসূচি শুরু করেন।

বিজ্ঞাপন

প্রেস ক্লাব হয়ে বাম নেতাকর্মীরা কদম ফোয়ারা এলাকায় এলে পুলিশ সেখানে প্রথম দফায় বাধা দেয়। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে বাম কর্মীরা মৎস্য ভবনের দিকে এগুতে থাকেন। মৎস্য ভবন এলাকায় দ্বিতীয় দফায় আরেকবার বাধা দেয় পুলিশ। এর ফলে সেখানে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাম জোটের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ-এর রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ অন্যরা।

সারাবাংলা/টিএস/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন