বিজ্ঞাপন

মেসির অভাব বুঝতে দিলেন না সুয়ারেজ-কুতিনহো

March 11, 2018 | 11:05 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ঘরে নতুন অতিথি এসেছে, তৃতীয়বারের মতো বাবা হয়েছেন লিওনেল মেসি। ম্যাচের দিন সকালে ছুটি নিয়ে দলের বাইরে থাকলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে মালাগার বিপক্ষে স্বাগতিকদের মাঠে নেমে জয় তুলে নিতে খুব একটা কষ্ট করতে হয়নি লিগের শীর্ষে থাকা দল বার্সেলোনাকে। মেসি ছাড়া এই ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়েছে আর্নেস্তো ভালভারদের ছাত্ররা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে মেসির অভাব অনুভব করতে হয়নি বার্সা সমর্থকদের। লুইস সুয়ারেজ এবং ফিলিপ কুতিনহোর দুই গোলে জয় তুলে নিলো কাতালানরা।

শনিবার নিজেদের ২৮তম ম্যাচে টেবিলের তলানির দল মালাগার মাঠে নেমে প্রথম গোল করেন উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ম্যাচের ১৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জর্ডি আলবার ক্রসে বক্সের মধ্যে ঢুকে হেডে স্বাগতিকদের জালে বল জড়ান সুয়ারেজ। মৌসুমে এ নিয়ে ২১তম গোল পেলেন সুয়ারেজ।

বিজ্ঞাপন

ম্যাচের ২১ মিনিটে পাউলিনহোর শট রুখে দেন মালাগা গোলকিপার। দ্বিতীয় গোল আসে ম্যাচের ২৮ মিনিটেই। ডি বক্সে ওসমানে দেম্বেলের বাড়িয়ে দেয়া বল ব্যাকহিলে মালাগার জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিলিপ কুতিনহো।

 

বিজ্ঞাপন

 

ম্যাচের ৩০ মিনিটে ধাক্কা খায় মালাগা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিকদের সামু গার্সিয়া। বিরতির আগে আর গোল পায়নি দু’দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বেশ আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে ভালভারদের ছাত্ররা। ৬৫ মিনিটে ডেম্বেলের নেয়া ডান পায়ের জোড়ালো শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। ম্যাচের ৭০ মিনিটে কুতিনহোর নেয়া অসাধারণ আরেকটি শট রুখে দিলেন তিনি। তবে গোল না পেলেও পুরো ম্যাচেই অসাধারণ খেলেছেন ডেম্বেলে। এরপর বেশকটি সুযোগ পেয়েও দশজনের প্রতিপক্ষ দলের জালে আর বল জড়াতে পারেনি কাতালান শিবির।

লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার ঝুলিতে আছে ৭২ পয়েন্ট, ম্যাচ খেলেছে ২৮টি। অন্যদিকে ২৭ ম্যাচ খেলে ৬১ পয়েন্ট তালিকার দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর বার্সার সমান ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন