বিজ্ঞাপন

কাল টাইগারদের করোনা পরীক্ষা হচ্ছে না

September 24, 2020 | 5:17 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

তিন ম্যাচ সিরিজের টেস্ট সামনে রেখে সফরকারী বাংলাদেশ দল, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের দুইবার করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছিল আয়োজক লঙ্কান ক্রিকেট বোর্ড। বোর্ডটির নির্দেশনা মোতাবেক গেল ২২ সেপ্টেম্বর প্রথম দফায় টেস্ট সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দ্বিতীয় দফার টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর। কিন্তু তা হচ্ছে না।

বিজ্ঞাপন

হচ্ছে না কারণ পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর দ্বীপদেশটির উদ্দেশ্যে ভ্রমণ করছে না টিম বাংলাদেশ। করোনা অতিমারিকালের আন্তর্জাতিক ভ্রমণ গাইডলাইন মোতাবেক সফরকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভ্রমণের ৭২ ঘণ্টা পূর্বে একটি করোনা পরীক্ষা করতে হয়। ২৪ অক্টোবর থেকে লঙ্কানদের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের টেস্ট খেলতে ২৭ সেপ্টেম্বর উড়ান ধরার অপেক্ষায় থাকা টাইগারদের সেই পরীক্ষাটিই আগামিকাল হওয়ার কথা ছিল। কিন্তু সিরিজটি প্রবল অনিশ্চয়তার কবলে পড়ায় তা হচ্ছে না। এদিকে যেহেতু ভ্রমণের নতুন কোনো তারিখ নির্ধারিত হয়নি সেহেতু দ্বিতীয় টেস্টের তারিখও সুনির্দিষ্ট করে বলতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল ইউনিট।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানালেন, ‘কালকের কোভিড -১৯ টেস্ট হচ্ছে না। ২৭ তারিখ যাওয়া না হলে তো ২৫ তারিখ টেস্ট করার কোনো মানে নেই। শ্রীলঙ্কা যাওয়ার নতুন কোনো তারিখ না পেলে দ্বিতীয় কোভিড টেস্টের তারিখও বলতে পারব না।’

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা সিরিজের সবশেষ তথ্য জানাতে গতকাল মিরপুর শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। কিন্তু নতুন কোনো তথ্য তিনি দিতে পারেননি। তার কথায় এটা স্পষ্ট যে বিসিবি’র অপেক্ষার প্রহর প্রবলম্বিত হচ্ছে। সফরের ভ্রমণ তারিখ নিয়ে তার বক্তব্য ছিল, ‘এই মুহূর্তে ২৭ তারিখে শ্রীলঙ্কায় ভ্রমণ করা একটু চ্যালেঞ্জিংই হবে। ভিসা ও অন্যান্য জটিলতা তো রয়েছেই। সেক্ষেত্রে কোনো এডজাস্টমেন্টের প্রয়োজন হয় আমরা করে নিব।’

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন