বিজ্ঞাপন

রিয়ালের ছন্দ ধরে রাখার মিশন

October 27, 2020 | 4:26 pm

স্পোর্টস ডেস্ক

কয়েক দিনের ব্যবধানে আবারও মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চ। ইউরোপ সেরার লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে বেশ কয়েকটি দল। নজর বেশি থাকবে সম্ভবত রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের ম্যাচের দিকেই।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদ মাঠে নামবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়। প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখ। জিদানের দলের আজ ছন্দ ধরে রাখার মিশন। মৌসুমের শুরুটা বেশ ভালোই হয়েছিল রিয়ালের। নতুন মৌসুমে লিগে প্রথম তিন ম্যাচই জিতে মাদ্রিদের ক্লাবটি। তারপরই ছন্দপতন।

কাদিজের মাঠে গিয়ে হেরে বসে জিদানের দল। সেই ধাক্কাতেই কিনা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে শাখতার দোনেৎস্কোর বিপক্ষেও কুলিয়ে উঠতে পারেনি রিয়াল। ম্যাচের একটা সময় ৩-০ তে পিছিয়ে থেকে শেষ অবদি ৩-২ ব্যবধানে হেরেছে দলটি। অবশ্য দুদনি আগে বার্সেলোনার মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে জিদানের দলের।

চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে ৩-১ গোলে জিতে এসেছে রিয়াল। মনশেনগ্লাডবাখের বিপক্ষে এখন সেই ছন্দটা ধরে রাখার মিশন। শক্তির ব্যবধান হিসেব করলে অবশ্য জার্মান ক্লাবটির বিপক্ষে অনাআসেই জয় পাওয়ার কথা রিয়ালের। তাছাড়া দীর্ঘদিন চোটের সঙ্গে লড়ে এই ম্যাচে ফিরছেন আক্রমণভাগের বড় তারকা এডেন হ্যাজার্ড। সার্জিও রামোস ফিরেছেন আগের ম্যাচে। তবুও জিদান হয়তো সাবধানেই এগুতে চাইবেন। হুট করে পথ হারানোটা যে তার দলের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে!

বিজ্ঞাপন

তাছাড়া মনশেনগ্লাডবাখকে হালকাভাবে নেওয়ার সুযোগও নেই। কদিন আগে সান সিরোে ইন্টার মিলানকে প্রায় হারিয়েই দিয়েছিল দলটি। রোমেলু লুকাকুর জোড়া গোলে কোনো মতে ২-২ গোলের ড্র করতে পেরেছিল ইন্টার। গত মাসের ১৯ তারিখে লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হেরেছিল মনশেনগ্লাডবাখ। তারপর পাঁচ ম্যাচ খেলে একটিতেও হারেনি জার্মান ক্লাবটি। জিদানকে তাই ভাবতেই হবে।

পেপ গার্দিওলাকে ভাবাচ্ছে চোট। ফার্নান্দিনহো আগে থেকেই বাইরে ছিলেন। নতুন করে চোটগ্রস্থদের তালিকায় যুক্ত হয়েছেন সার্জিও আগুয়েরো। রক্ষণের নাথান আকের খেলা নিয়েও আছে শঙ্কা। ফলে প্রতিপক্ষ অলিম্পিক মার্শেইয়ের চেয়ে নিজেদের নিয়েই বেশি ভাবতে হচ্ছে ম্যানচেস্টার সিটির কোচকে! গার্দিওলার ম্যানচেস্টার সিটি ভালো ফর্মেও নেই। লিগ টেবিলে ম্যানসিটির অবস্থান এখন ১৩ নম্বরে! ৫ ম্যাচ খেলে জয়, ড্র দুটিতে। একটিতে হার। ভণ্ডুর ফর্ম আর চোট দুশ্চিন্তায় থাকা গার্দিওলার ম্যানসিটির আজ হয়তো বড় পরীক্ষাই নিবে মার্শেই।

সে তুলনায় ইয়ূর্গেন ক্লপের লিভারপুলের আজ ‘সহজ’ প্রতিপক্ষ। লিভারপুলের প্রতিপক্ষ ড্যানিশ ক্লাব মিদজিল্যান্ড। ক্লাবটির বয়স মাত্র ২১ বছর। সর্বশেষ ম্যাচে আটালান্টার বিপক্ষে ৪-০ ব্যবধানে হেরেছে মিদজিল্যান্ড। এদিকে, লিভারপুলের গোলবারের নিচে ফিরে এসেছেন এক নম্বর গোলরক্ষক অ্যালিসন। সব মিলিয়ে জয়ের বিকল্প কিছু হয়তো ভাববেন না ক্লপ। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বলে ইংল্যান্ডের ক্লাবটি সবাধানে থাকবে নিশ্চিত। বলা তো যায় না, পঁচা শামুকেও পা কাটে!

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন