বিজ্ঞাপন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন

November 18, 2020 | 10:24 pm

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ এটির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ কর্নারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বহু দেশি-বিদেশি জার্নাল, গবেষণাধর্মী বই, দুর্লভ চিত্র রয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বসাধারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা নিতে পারবেন।’

এ সময় ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ, রেজিস্ট্রার মো. সোহরাব আলী, অর্থ ও হিসাব দফতরের পরিচালক মো. গোলাম সরোয়ার, সংগীত বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর মো. রওশন আলম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. শিবলী মাহবুবসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন