বিজ্ঞাপন

সোলাইমানি হত্যাকাণ্ডের ১ বছর: বাগদাদে হাজারো মানুষের শোক সমাবেশ

January 3, 2021 | 6:07 pm

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষ্যে ইরাকের রাজধানী বাগদাদে এক প্রতীকী সমাবেশে হাজারো মানুষ সমাবেত হয়েছেন। খবর আল-জাজিরা।

বিজ্ঞাপন

শনিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় মহাসড়ক ধরে শোক র‍্যালিটি বাগদাদ এয়ারপোর্টের সেই হত্যাকাণ্ড স্থলের দিকে যায়।

এ সময় মহাসড়কের দুই পাশ বন্ধ হয়য়ে যায়। শোক র‍্যালিতে সমাবেত হাজার হাজার মানুষকে সরকারিভাবে খাবার ও পানি সরবরাহ করা হয় বলে জানিয়েছে আল-জাজিরা।

এরপর, ঘটনাস্থলে সোলাইমানি এবং ওই হত্যাকাণ্ডে মৃত অপর এক ইরাকি সেনা কর্মকর্তা আল মুহান্দিসের ছবি স্থাপন করে চারদিকে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২০ সালের প্রথম দিকে ইরানের রেভুলেশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিসহ কয়েকজনকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন বাহিনী।

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন