বিজ্ঞাপন

নিউজিল্যান্ডে সফল হওয়ার মন্ত্র জানেন সোহান

March 2, 2021 | 4:19 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

নিউজিল্যান্ডে কেমন আছেন বাংলাদেশি ক্রিকেটাররা? এই প্রশ্নে ‘খারাপ আছি’ না বললেও অস্বস্তিতে যে আছেন সেটা বলছেন বেশিরভাগ ক্রিকেটাররাই। আইসোলেশনের কড়াকড়িতে হাঁপিয়ে উঠার কথা জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদরা। তবে কঠিন পরিস্থিতির মধ্যেও লক্ষ্যে অটুট ক্রিকেটাররা। ভালো পারফর্ম করতেই নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ দল। একদিন আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সেটা বলেছেনও। নিউজিল্যান্ডে না যাওয়া তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আজ বলেছেন, নিউজিল্যান্ডে কীভাবে সাফল্য মিলবে সেটা জানা আছে তার।

বিজ্ঞাপন

টিম কম্বিনেশনের কারণে নিউজিল্যান্ড সফরে যাওয়া হয়নি সোহানের। তবে সেদেশে খেলার বহু অভিজ্ঞতা আছে ডানহাতি ক্রিকেটারের। সোহানের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের মাঠেই। ২০১৬ সালের ডিসেম্বরে নেলসনে ওয়ানডেতে অভিষেক তার। টেস্টের অভিষেকও সেখানেই। ২০১৭ সালের জানুয়ারিতে, ক্রাইস্টচার্চে। উইকেটের চরিত্র কেমন হয় সেটা জানেন ভালোভাবেই।

নিউজিল্যান্ডের উইকেট বরাবরই গতিময়। ওই উইকেটে বেশি দাপট থাকে পেসারদের। পেসবান্ধব উইকেটে নতুন বলে বরাবরই ভয়ঙ্কর পেসাররা। সোহান বলছেন, সেখানে নতুন বল মোকাবিলা করা কঠিনই, তবে বল একটু পুরাতন হলে সেখানে ব্যাটিং করা খুব একটা কঠিন না বলছেন সোহান।

মঙ্গলবার (২ মার্চ) সংবাদমাধ্যমকে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, ‘আমি যেটা বললাম, নতুন বলে নিউজিল্যান্ডের ওয়েদার ও কন্ডিশনে খেলাটা আসলেই কঠিন। তবে নতুন বলটা যদি পার করতে পারি, মানিয়ে নিতে পারি, ধরেন প্রথম ১০ ওভারে একটার বেশি উইকেট না দিই, তাহলে ব্যাটসম্যানদের জন্য রান করা অনেক সহজ হয়ে যাবে।’

বিজ্ঞাপন

সোহান বলছিলেন, ‘আমার ওয়ানোডে ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডেই হয়েছিল। পুরাতন বলে ব্যাটিং করে মজা পাওয়া যায়। বলটা সুন্দর দেখা যায়। এর আগে যতবার আমরা নিউজিল্যান্ড সফর করেছি। আমার কাছে মনে হয় এর চাইতে এবার বেটার রেজাল্ট হবে। সত্যিকার অর্থে ব্যাটসম্যানদের জন্য নতুন বলটা একটু কঠিন হয়ে থাকে। নতুন বলটা সামলে নিতে পারলে পুরাতন বলে ব্যাটিং করা সহজ হয়ে যায়। নিউজিল্যান্ডের উইকেটে বল পুরাতন হলে ব্যাটিং করে মজা পাওয়া যায়।’

অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা সোহান এটাও জানালেন, নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। যখনই সুযোগ মিলে তখনই পারফর্ম করে যাতে দলে জায়গা পাকা করা যায়, ‘এর আগে জাতীয় দলে যখন খেলেছি তখন থেকে চেষ্টা করছি নিজেকে কীভাবে আরও উন্নতি করা যায়, পরিণত করা যায়। যদি সুযোগ আসে…যেখানেই খেলছি, চেষ্টা করছি নিজের সেরাটা দিয়ে। জাতীয় দলেও যদি সুযোগ আসে চেষ্টা করবো নিজের সেরাটা দিতে।’

উল্লেখ্য, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শুরু হবে চলতি মার্চ মাসের ২০ তারিখে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন