বিজ্ঞাপন

শীতলক্ষ্যায় লঞ্চডু‌বিতে ৩৫ জনের প্রাণহানির ঘটনায় গণশুনানি

April 8, 2021 | 4:56 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় গঠিত দু’টি তদন্ত কমিটির গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টা থেকে গণশুনানি শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

বিজ্ঞাপন

শীতলক্ষ্যা নদীর দুর্ঘটনাস্থল সৈয়দপুর কয়লাঘাট এলাকায় অনুষ্ঠিত শুনানিতে অংশ বেঁচে যাওয়া যাত্রী, নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী এলাকাবাসী অংশ নেন।

পৃথক দু’টি তদন্ত কমিটির মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাত সদস্য বিশিষ্টি তদন্ত কমিটি ২৩ জনের সাক্ষাৎকার নেন।

এদিকে, জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি ৩০ জনের সাক্ষাৎকার নিয়েছেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয় গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটির প্রধান যুগ্ম সচিব আব্দুল ছাত্তার শেখ, জেলা প্রশাসনের ৪ সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, নারায়ণগঞ্জ জোন নৌ পুলিশ সুপার মীনা মাহামুদ, বিআইব্লিটিএ’র উপপরিচালক মোবারক হোসেন, ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লা আল আরেফিনসহ অন্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এমভি রাবিতা আল হাসান নামে লঞ্চটি নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে ৫টা ৫৬ মিনিটে মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছলে একটি কার্গো জাহাজের ধাক্কায় সেটি উল্টে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলে অধিকাংশ যাত্রী নিখোঁজ ছিলেন। ঘটনার পর মঙ্গলবার (৬ এপ্রিল) পর্যন্ত স্থানীয় লোকজনের সহায়তায় ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন