বিজ্ঞাপন

ফের বয়সে ছাড় পাচ্ছেন সরকারি চাকরি প্রার্থীরা, আসছে নির্দেশনা

May 4, 2021 | 6:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধের কারণে পরীক্ষা নিতে না পারায় গত বছরের মতো এবারও বয়সে ছাড় পাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা। শিগগিরই মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা জারি করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার (৪ মে) তিনি গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা সময় মতো চাকরির পরীক্ষা নিতে পারিনি। এতে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারের এই উদ্যোগ।’ তিনি বলেন, ‘তাদের বয়সটা যাতে ছাড় দেওয়া হয় সে পদক্ষেপ আমরা নেব।’

ফরহাদ হোসেন বলেন, ‘আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে সেই সময়টা পুষিয়ে দেওয়ার নির্দেশনা দেবো। পরিস্থিতি স্বাভাবিক হলেই এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।’

উল্লেখ্য, গত বছর করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনে সরকারি চাকরির কোনো পরীক্ষা হয়নি। সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত সেসব চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। গত বছর ৩০ বছর পূর্ণ হওয়ার পরের পাঁচ মাস পর্যন্ত আবেদন করার বয়স বাড়ানো হয়। কিন্তু এবার এখনো তা নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন