বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলো সিনোফার্মের ভ্যাকসিন

May 7, 2021 | 11:28 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিমা দেশগুলোর বাইরে অন্য কোনো দেশের তৈরি করোনার ভ্যাকসিন এই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলো। শুক্রবার (৭ মে) বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার তৈরি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। তবে এবার চীনের সিনোফার্মের তৈরি ভ্যাকসিনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার আগেই বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিজ নিজ দেশে চীনের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়। চীনে এ ভ্যাকসিন ব্যাপক প্রয়োগ হচ্ছে। এর বাইরে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার প্রায় ৪৫টি দেশে সিনোফার্মের ভ্যাকসিন ইতিমধ্যে অনুমোদন পেয়েছে।

এদিকে গত ২৯ এপ্রিল বাংলাদেশ সরকারও সিনোফার্মের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের এই ভ্যাকসিনের আনুষ্ঠানিক নাম বিবিআইবিপি-সিওরভি (BBIBP-CorV)। এ ভ্যাকসিন ২৮ দিনের ব্যবধানে দুই ডোজ করে নিতে হয়। পরীক্ষামূলক প্রয়োগে এ ভ্যাকসিন ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকরিতা দেখিয়েছে বলে জানিয়েছে উৎপাদনকারীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন