বিজ্ঞাপন

এফডিএসআর’র স্টুডেন্টস উইংয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

June 11, 2021 | 3:18 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টর’স সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি’র (এফডিএসআর) সহযোগী সংগঠন এফডিএসআর স্টুডেন্টস উইংয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার (১১ জুন)। সারাদেশে নানা আয়োজনে এ দিবসটি পালন করবে সংগঠনটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুন) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক জোবায়ের রাফি ও সদস্য সচিব কে এম তানভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, এফডিএসআর-এর সহযোগী সংগঠন এফডিএসআর স্টুডেন্টস উইং ২০২০ সালের ১১ জুন যাত্রা শুরু করে। বাংলাদেশের গণমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের বিরুদ্ধে সংঘটিত নানা অনিয়ম, অন্যায় রুখতে এফডিএসআর সদা সোচ্চার রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটি বাংলাদেশে একটি কার্যকর মেডিকেল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলার চেষ্টার পাশাপাশি শিক্ষার্থীদের বিরুদ্ধে যে কোনো অন্যায় অনিয়ম রুখে দিতে সচেষ্ট।

বিজ্ঞাপন

বাংলাদেশের ৮২টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজে তাদের কর্মঠ প্রতিনিধি দল রয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন