বিজ্ঞাপন

রুশ নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম: পুতিন

July 25, 2021 | 7:19 pm

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার নৌবাহিনী জলে বা অন্তরীক্ষে যে কোনো শত্রু চিহ্নিত করতে পারে এবং তা ধ্বংস করতে প্রয়োজনে চরম আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ( ২৫ জুলাই) সেইন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর প্যারেড অনুষ্ঠানে এ সক্ষমতার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

ভ্লাদিমির পুতিন বলেন, আমরা গভীর পানির নিচে বা আকাশে, যে কোনো শত্রুকে চিহ্নিত করতে পারি এবং যদি প্রয়োজন হয় তাহলে অপ্রতিরোধ্য কঠিন হামলা চালিয়ে শক্রকে ধ্বংস করে দেওয়ারও ক্ষমতা রাখি।

মাত্র কয়েক সপ্তাহ আগে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপের পাশে রুশ নৌবাহিনী এক ব্রিটিশ রণতরীর মুখোমুখি হয়। সে সময় রাশিয়ার দাবিকৃত সমুদ্রসীমা থেকে ওই ব্রিটিশ রণতরীটিকে সরে যেতে বাধ্য করে রুশ বাহিনী। এ ঘটনার পরপরই ভূমধ্যসাগরে এক মহড়া শুরু করে মস্কো। একই সময় ওই সমুদ্র অঞ্চলে আরেকটি ব্রিটিশ রণতরী অবস্থান করছিল। এ নিয়ে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছিল।

সে সময় প্রেসিডেন্ট পুতিন ক্রিমিয়া উপকূলে ঢুকে পড়া ব্রিটিশ এইচএমএস ডিফেন্ডার নামক রণতরী সম্পর্কে বলেছিলেন, রুশ বাহিনী চাইলে তৃতীয় বিশ্ব না লাগিয়েই এটি ডুবিয়ে দিতে পারত। তিনি সে সময় যুক্তরাজ্যের রণতরীর সীমা লঙ্ঘনের জন্য আমেরিকার অব্যাহত উস্কানিকে দায়ী করেছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন