বিজ্ঞাপন

বিমানবন্দরে ল্যাব বসানো শেষ, চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বেবিচক

September 25, 2021 | 11:49 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নভেল করোনাভাইরাস শনাক্তকরণের জন্য আরটি পিসিআর ল্যাব চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিমানবন্দরে ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। ল্যাবের নিরাপত্তা ও অন্যান্য বিষয়গুলো কারিগরি কমিটি পরিদর্শন করেছে। এরপর তারা সিভিল অ্যাভিয়েশনকে রিপোর্ট দেবে।’

বিজ্ঞাপন

এদিকে সিভিল অ্যাভিয়েশন সূত্র জানিয়েছে, পিসিআর ল্যাব চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (২৫ সেপ্টেম্বর) বৈঠকে বসেছেন এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বৈঠক শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

শনিবার থেকে পিসিআর পরীক্ষা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ পরিদর্শন শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ জানান, শনিবার থেকে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু করা হতে পারে।

বিজ্ঞাপন

ওইদিন ইমরান আহমদ বলেন, ‘এমনিতে সময় অনেক লেগেছে। আশা করি কোনো ধরনের গাফিলতি হবে না। তবে এটি মনিটরিং করার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এ ছাড়া একটি টিম গঠন করা হয়েছে, তারা বিষয়টি দেখবে।’

তার আগের দিন বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও জানিয়েছিলেন, শনিবার থেকে নমুনা পরীক্ষা শুরুর কথা।

আরও পড়ুন
বিমানবন্দরে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার মান নিয়ন্ত্রণে কমিটি
বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন পেল ৭ কোম্পানি
‘বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব শনিবার থেকে শুরু হতে পারে’
বিমানবন্দরে পিসিআর ল্যাব: ৭ কোম্পানিকে অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন
বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে যে পরামর্শ দিলো কারিগরি কমিটি

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন