বিজ্ঞাপন

উইন্ডিজের বিপক্ষে রানে ফিরতে আত্মবিশ্বাসী সোহান

October 29, 2021 | 1:21 pm

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভবনা শেষ হয়ে যাবে বাংলাদেশের। নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর নানান সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। বিশেষ করে টাইগারদের ব্যাটিংয়ের ধরন। আঙুল উঠেছে বাংলাদেশের সকল ব্যাটারদের ওপরেই। এদিকে উইকেটের পেছনে গ্লাভস হাতে নুরুল হাসান সোহানের পারফরম্যান্স নজরকাড়া। তবে ব্যাট হাতে বারবারই ব্যর্থ তিনি। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে রানে ফিরতে আত্মবিশ্বাসী এই উইকেটরক্ষক ব্যাটার।

বিজ্ঞাপন

২০১৬ সালের জানুয়ারিতে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল সোহানের। ঘরের মাঠে খুলনায় প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ওই বছর ও পরের বছর মিলিয়ে আরও আটটি ম্যাচ খেলার সুযোগ হয় তার। এরপর বাদ পড়েন লম্বা সময়ের জন্য। প্রায় সাড়ে চার বছর পর এই সংস্করণে ফের তার মাঠে নামার সুযোগ হয় গত জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ হয়ে দাঁড়িয়েছেন তিনি।

সেমিফাইনালের আশা হারাচ্ছে না বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পাঁচ ম্যাচের চারটিতেই ব্যাট হাতে নামেন সোহান। তবে একটি ম্যাচেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যার মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। এছাড়া বাকি তিন ম্যাচে তার রান যথাক্রমে ২, ৩ ও শূন্য।

তবে ব্যাট হাতে এবার রানে ফিরতে আত্মবিশ্বাসী সোহান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মলনে সোহান বলেন, ‘টি-টোয়েন্টিতে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলে দল থেকে খুব একটা চাওয়া থাকে না। কারণ, একেক সময় একেক পরিস্থিতি থাকে। যেমন, অনেক সময় ৫-৬ বল পাই, তখন (চেষ্টা করি) ওটাকে যতটুকু কাজে লাগানো যায়। আমার মনোযোগ এই দিকেই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দল যে জিনিসটা চাচ্ছে, সেটা হয়ত শতভাগ করতে পারিনি। কিন্তু নিজের ওপর আত্মবিশ্বাস আছে, আমি পারি। পরে সুযোগ এলে আমি অবশ্যই দল যেমন চায়, ৫ বলে ১০ বা ১০ বলে ১৫ রান, যেটাই চাইবে, সেটা যেন করতে পারি। এটাই হবে মূল লক্ষ্য।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন