বিজ্ঞাপন

মহারাজের ব্যাটে চড়ে ৪শ পার প্রোটিয়াদের

April 9, 2022 | 5:08 pm

স্পোর্টস ডেস্ক

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে কাইল ভেরেইনাকে তুলে নিয়ে আশা জাগানো বাংলাদেশের আশা ভেঙে দিয়েছেন কেশভ মহারাজ। দুর্দান্ত এক অর্ধশতকে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ চারশ পার করেছেন তিনিই।

বিজ্ঞাপন

প্রথম দিনে ২৪ বলে ১০ রান তুলে অপরাজিত থাকেন কাইল ভেরেইনা। তবে তাকে ইনিংস বেশি বড় করতে দেননি খালেদ। ৯৭তম ওভারের দ্বিতীয় বলে দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকান ভেরেইনা। পরের বলটি ডট দেন আর চতুর্থ বলে ভেরেইনা খালেদের করা বলটি ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন, এতেই বল গিয়ে ভাঙে মিডল স্ট্যাম্প। বাংলাদেশ পেয়ে যায় দিনের প্রথম উইকেট।

এরপর উইয়ান মালদারের সঙ্গে ৮০ রানের দুর্দান্ত এক জুটি গড়েন কেশভ মহারাজ। মালদার ৭৭ বলে ৩৩ রানে ফেরেন। তবে কেশভ মহারাজ দুর্দান্ত এক অর্ধশতক তুলে নেন। ইনিংসের ১১২তম ওভারের মেহেদি হাসানের করা তৃতীয় বলটি ছক্কা হাঁকিয়ে ৫০ বলে পূর্ণ করেন অর্ধশতক। এরপরও চালাতে থাকেন ব্যাট।

তার ব্যাটে ভর করে ১১৯তম ওভারে এবাদত হোসেনকে টানা দুটি বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেন দলের চারশ রান।

বিজ্ঞাপন

এই রিপোর্ট লেখা অবধি দক্ষণ আফ্রিকার সংগ্রহ ১২২ ওভারে ৪১১ রান। কেশভ মহারাজ ৮৬ বলে ৭৬ আর সাইমন হারমার ২৪ বলে ৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম আর খালেদ আহমেদ নেন তিনটি উইকেট।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন