বিজ্ঞাপন

বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো তাইজুলের পাঁচ

April 9, 2022 | 5:33 pm

স্পোর্টস ডেস্ক

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তিন উইকেট নিয়ে শেষ করেছিলেন তাইজুল ইসলাম। অপেক্ষায় ছিলেন প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার। অপেক্ষার অবসান ঘটল দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর। ভয়ংকর হয়ে ওঠা কেশব মহারাজকে নিজের পঞ্চম শিকার বনালানে তাইজুল। এটি টেস্ট ক্রিকেটে তাইজুলের ১০ম ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

বিজ্ঞাপন

বাংলাদেশের বাইরে এটি তাইজুলের তৃতীয়বার পাঁচ উইকেট শিকারের রেকর্ড। ২০২১ সালের এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তাইজুল। এটি দেশের বাইরে তাইজুলের দ্বিতীয় পাঁচ উইকেট নেওয়ার শিকার। এর আগে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে নিয়েছিলেন পাঁচ উইকেট। বাংলাদেশের হয়ে দেশের বাইরে তিন বার তিন উইকেট নিতে পেরেছিলেন মোহাম্মদ রফিকও। বিদেশে ৫ বার ৫ উইকেট নিয়ে সবার ওপরে সাকিব আল হাসান।

দুর্দান্ত খেলছিলেন কেশভ মহারাজ। নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোরও গড়ে ফেলেছিলেন তিনি। এগোচ্ছিলেন শতকের দিকে। তবে অবশেষে তাকে থামালেন তাইজুল। মধ্যাহ্ন বিরতির পর থেকে বেশ আগ্রাসী ব্যাটিং করছিলেন তিনি। আউট হলেন সেই পথে হেঁটেই। তাইজুলের ঝুলিয়ে দেওয়া বলে তিনি হাঁকানোর চেষ্টা করেন বলের পিচে না গিয়েই। ব্যাটে বলে হয়নি, বল লাগে স্টাম্পে। মহারাজের রোমাঞ্চকর অভিযান শেষ ৯ চার ও ৩ ছক্কায় ৯৫ বলে ৮৪ রান করে।

এই রিপোর্ট লেখা অবধি দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২৮ ওভারে ৮ উইকেটে ৪২৬ রান। হারমার ১২ আর উইলিয়ামস ৩ রানে অপরাজিত আছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন