বিজ্ঞাপন

নড়াইলে এক শিক্ষককে হেনস্তার ঘটনায় চবিতে প্রতিবাদ

June 27, 2022 | 5:31 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: নড়াইলে এক কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা পড়ানোর ঘটনার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব ও মুক্তিযোদ্ধা আব্দুল হক।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই প্রতিবাদ জানান তারা।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব বলেন, ধর্ম অবমাননার দায়ে নড়াইলে এক শিক্ষককে হেনস্তা করা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। শিক্ষক হিসেবে আমার প্রতিবাদ করা দরকার। আসলে আয়োজন করে প্রতিবাদ করা যেত। একটু দেরিই হয়ে গেল বোধ হয়, তারপরও বড় করে প্রতিবাদ করা যাবে। আপাতত আমি আর মুক্তিযোদ্ধা আব্দুল হক একসঙ্গে প্রতিবাদ জানিয়েছি।

মুক্তিযোদ্ধা আব্দুল হক বলেন, নড়াইলে এক শিক্ষককে হেনস্তার এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক দেশ না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক থেকে সাম্প্রদায়িক বাংলাদেশ পরিচয় আমরা হতে দিব না।

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন