বিজ্ঞাপন

মেঘ মেঘ আকাশ, বৃষ্টি নামে না

April 23, 2018 | 9:32 am

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

১০ বৈশাখ আজ। বৃষ্টিকে কেউ গিয়ে এ কথাটা বলুক। দশ দশটা দিন পার হয়ে গেলো বৈশাখের আজও আকাশ মেঘলা।

আবহাওয়ার পূর্বাভাসে যদিও বলা আছে পুরো সপ্তাহের মধ্যে শুধু আজকে ঝড় হবে না। আর বেলা বাড়তে এ মেঘ কমে যাবে। সূর্য তখন খুব প্রতাপে উঠবে। কিন্তু মেঘের কোনো বিশ্বাস আছে? বেলা বাড়লে যদি বাড়ি না যায়?

মেঘ বাড়ি গেলে বাতাসের আর্দ্রতাও কিছুটা কমবে তখন প্যাচপ্যাচে ঘাম একটু কম হবে। তবে গরমটা আজ নেহায়েত কম না। ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে। আর ঘামের জন্য বেশি ছাড়া কম লাগবে না।

বিজ্ঞাপন

পথে ঘাটে পানি জমে আছে; পোশাক নির্বাচনের সময় এটা মাথায় রাখতে হবে, যেন ভালো একটা পোশাক নষ্ট না হয়ে যায়। ছাতা তো অবশ্যই সঙ্গে রাখতে হবে, মেঘ না হলে রোদটা যা হবে তাকে মোকাবেলা করতে হবে না।

শুভ হোক সারাটা দিন।

সারাবাংলা/এমএ/টিএম

বিজ্ঞাপন

ছবি- মাহমুদ মেনন

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন