বিজ্ঞাপন

‘আমার পাশে জামায়াত আছে, আ. লীগ জান বাঁচানোর রাস্তা পাবে না’

September 15, 2022 | 7:28 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে এক পাশে এবং অন্য পাশে জামায়াত নেতা আবদুল হালিমকে বসিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘আমার পাশে জামায়াত বসে আছে। এখন যদি বিএনপি পাশে বসে, তাহলে ওরা (আওয়ামী লীগ) জান বাঁচানোর রাস্তা খুঁজে পাবে না।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। ‘দেশের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)।

অলি আহমদ বলেন, ‘শুনছি আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগে জান বাঁচানোর প্রস্তুতি নেন। নির্বাচন নয়, জান বাঁচানোর প্রস্তুতি নেন। পৃথিবীতে যত স্বৈরাচার ছিল তাদের করুণ পরিণতি হয়েছে, এদেরও হবে।’

তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত আমাদের বোঝার শক্তি না হয়, ততদিন পর্যন্ত আমরা অত্যাচারিত হব। প্রথমে রাজনীতিটা সঠিক পথে আনতে হবে। সঠিক পথে আনতে হলে বর্তমান সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সেগুলো সঠিক পথে আনতে হবে। যেসব অফিসার এ সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে, তাদের তালিকা করছি। তাদের আগে জেলে পাঠাতে হবে। যারা পেনশনে গেছেন, তাদের পেনশন বাজেয়াপ্ত করতে হবে। তারা জাতীয় শত্রু।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন