বিজ্ঞাপন

নেত্রকোণায় নিহত সাজ্জাদ মিয়া খুনের মূলহোতা গ্রেফতার

January 13, 2023 | 9:41 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নেত্রকোণা: নেত্রকোণার মদনে চাচাতো শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাজ্জাদ মিয়া চাঞ্চল্যকর খুনের ঘটনার মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে জেলার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি এলাকা থেকে অভিযুক্ত শ্যালক মো. কবির খানকে (৫০) গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সাজ্জাত হোসেন জেলার মদন উপজেলার মাখনা দক্ষিণপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

অপরদিকে গ্রেফতারকৃত অভিযুক্ত মো. কবির খান একই গ্রামের মৃত চান খাঁ ওরফে চাঁদু খাঁর ছেলে। গত বছরের ২৮ ডিসেম্বর সকালে মাখনা গ্রামে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

র‌্যাব জানায়, নিহত সাজ্জাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের চাচাতো বোন জামাই। ঘটনার দিন সাজ্জাত সকালে বাড়ির সামনে হাওরে পালিত হাঁস ছেড়ে রাস্তার পাশে দোকানে বসে ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে শ্যালক কবির হোসেন ও শহীদ মিয়ার সঙ্গের ভগ্নিপতির তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে কবির হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাজ্জাত মিয়ার ওপর হামলা করেন। এতে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাতকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মজিদ (৬২) নামে একজন হুকুমের আসামিকে আটক করে পুলিশ।

সারাবাংলা/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন