বিজ্ঞাপন

সাকিবের বার্তা—খেলতে হবে বাঘের মতো

March 30, 2023 | 7:34 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

সম্প্রতি বাংলাদেশ দলের পরিবর্তনটা চোখে পড়ার মতোই। ইংল্য্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুই সিরিজে দুর্বার ক্রিকেট খেলছে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশ আগে থেকেই ভালো দল। তবে টি-টোয়েন্টিতে ভুগছিল সেই সূচনা লগ্ন থেকেই। সেই দলটা টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে যেমন ক্রিকেট খেলল তাতে প্রসংশা সবার মুখে মুখে।

বিজ্ঞাপন

ঘরের মাঠে স্পিন নির্ভরতা কাটিয়ে গতিময় পিচ বানিয়ে পেস আক্রমণ দিয়েই প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিচ্ছে বাংলাদেশ। ব্যাটিংয়ে দেখা যাচ্ছে দুর্দান্ত আগ্রাসন। ফিল্ডিংয়েও উন্নতির ছাপ স্পষ্ট। মাঠের ক্রিকেটে বাংলাদেশকে দেখা যাচ্ছে পুরোদমে আক্রমণাত্মক, সেটা ব্যাটিং-বোলিং এবং ফিল্ড সেটআপেও। রনি তালুকদার জানালেন, দলকে এমনই দেখতে চান অধিনায়ক সাকিব আল হাসান। দলের প্রতি নাকি সাকিব বার্তা দিয়ে রেখেছেন, খেলতে হবে বাঘের মতো।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টি খেলবে বাংলাদেশ। আজ পুরো দল বিশ্রামে। টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রনি তালুকদার। দলের প্রতি অধিনায়ক সাকিবের বার্তা কি তা পরিস্কার করেছেন রনি।

বলেছেন, ‘সাকিব ভাই কিংবদন্তি খেলোয়াড়; সেটা আপনারাও জানেন। উনার সঙ্গে যখন আমি আবাহনীতে খেলেছি আজ থেকে ১২ বছর আগে, তখনও একই ইন্টেন্ট ও মন-মানসিকতা উনার ভেতর ছিল। উনি সবসময় ইতিবাচক থাকা আর দাপট দেখানোর চেষ্টা করেন। এই জিনিসটাই উনার আলাদা যে দাপুটে চিন্তা-ভাবনা এই দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।’

বিজ্ঞাপন

‘যে আমরা খেলবো, বাঘের মতো খেলবো। আমরা দাপট দেখানোর চেষ্টা করবো। আমাদের ভয়ডর থাকবে না। আমরা সবসময় ইতিবাচক ইন্টেন্ট নিয়ে মাঠে নামবো। কখনো ব্যর্থ হতে পারি, আবার দেখা যায় সফল হবো; যদি আমরা এ জিনিসটা ধরে রাখতে পারি তাহলে সফলতার হার বাড়বে।’

শুধু অধিনায়ক সাকিব নয়, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের দলের প্রতি একই বার্তা বলেছেন রনি, ‘ক্যাপ্টেন-কোচের চিন্তা-ভাবনা একই।’

বিজ্ঞাপন

গত বিপিএলে পারফর্ম করে দলে ডাক পেয়েছেন ৩২ বছর বয়সী রনি তালুকদার। সুযোগ পেয়ে রনি খেলছেনও দুর্দান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৮ বলে করেছেন ৬৭ রান। কাল দ্বিতীয় ম্যাচে ২৩ বলে করেছেন ৪৪ রান।

রনি জানালেন, কোচ-অধিনায়ক তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন নিজের মতো করে খেলার। এই সাহসে নিজের মতো করে খেলেই সফল হচ্ছেন, ‘আমার এই জায়গায় হারানোর কিছু নেই। আট বছর আগে যে রকম… শুরু থেকেই আমার খেলার ধরনটা এই রকম ছিল। আমি ইতিবাচক ইন্টেন্ট নিয়ে মাঠে নামি। আমার টিম ম্যানেজমেন্ট আমাকে যেই (ভূমিকা) দিয়েছে সেটা আমার খেলার ধরন দেখেই। বিপিএলে ওনারা আমার খেলা দেখছেন, ইংল্যান্ড সিরিজের আগেও বলল, বিপিএলে যা করছো, একেই জিনিসটা এখানে করবা। দলে জায়গা হারানো বা এসবের ভয় কাজ করে না। কারণ টিম ম্যানেজমেন্ট আমাকে ওই সাহসটা দিয়েছে।’

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন