বিজ্ঞাপন

বয়স কম হলেও তামিমের চোখে হাসান দারুণ পরিণত

May 15, 2023 | 1:42 pm

স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ওয়ানডে জমেছিল বেশ। জয়ের পাল্লা কখনো বাংলাদেশের দিকে তো কখনো আয়ারল্যান্ডের দিকে। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতা দিয়ে বাজিমাৎ বাংলাদেশেরই। এদিন শেষ ওভারে দুর্দান্ত বল করে দলকে জয় এনে দিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

জয়ের জন্য শেষ ওভারে তখন আইরিশদের দরকার ছিল ১০ রানের। শেষ ওভারে ১০ রান তোলা খুব একটা কঠিন ছিল না। তবে টাইগার পেসার হাসান মাহমুদ তা হতে দেননি। স্নায়ু চাপ ধরে রেখে দারুণ বোলিং করে দিয়েছেন মাত্র ৪ রান সঙ্গে নিয়েছেন দুটি উইকেটও। ডেথ ওভারে তার এমন পারফরম্যান্সের পর ভূয়সী প্রশংসায় মেতেছেন অধিনায়ক তামিম ইকবাল।

আইরিশদের বিপক্ষে সিরিজ নিশ্চিতের রাতে মাত্র ৪৪ রানের বিনিময়ে হাসান নেন দুটি উইকেট। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ১১ ওয়ানডের ছোট ক্যারিয়ারে ১৮ উইকেট নিয়ে দারুণ আগামীর আভাস দিচ্ছেন ২৩ বছরের তরুণ।

ম্যাচ শেষে এই তরুণকে নিয়ে উচ্ছ্বাসে ভাসেন টাইগার অধিনায়ক, ‘হাসান মাহমুদ যেভাবে বল করছে, তা বিশ্বমানের। বিশেষ করে নতুন বলে সে অসাধারণ। বয়স খুব কম হলেও ডেথ ওভারে সে দারুণ পরিণত। চাপের মধ্যে সে দারুণ ধীর স্থির থাকতে পারে।’

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে এর আগেও ডেথ ওভারে নিজের দক্ষতা দেখিয়েছিলেন হাসান। এবার ওয়ানডেতে রাখলেন ছাপ। তামিম মনে করেন বড় টুর্নামেন্টের আগে এসব জায়গায় দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করলেন তিনি, ‘তার জন্য এটি বড় শেখার মঞ্চ ছিল। অনুশীলনে কেউ হাজারটা বল করতে পারে। কিন্তু ম্যাচে এই ধরনের চাপের মধ্যে কাজটা করতে পারা দারুণ। এখান থেকে সে অনেক কিছু শিখবে।’

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন