বিজ্ঞাপন

রশিদ ছাড়াও আমাদের ভালো বোলার আছে— আফগান অধিনায়ক

June 12, 2023 | 7:45 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

একদিন পর থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। তবে ম্যাচে বোলিং আক্রমণের প্রধান অস্ত্র রশিদ খানকে পাচ্ছেন না আফগানরা। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না রশিদের। অবশ্য আফগানিস্তানের টেস্ট অধিনায়ক হাশমতুউল্লাহ শহীদি তা নিয়ে খুব বেশি চিন্তিত নন! বললেন, রশিদ ছাড়াও ম্যাচ জেতানোর মতো বোলার আছে তাদের।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশের বিপক্ষে একটিই টেস্ট খেলেছে আফগানিস্তান। বাংলাদেশে অনুষ্ঠিত ওই টেস্টে দুর্দান্ত এক জয় পেয়েছিল আফগানিস্তান। রশিদ সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আফগানদের স্মরণীয় সেই জয়ের। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে ম্যাচের পার্থক্য গড়ে দেন রশিদ। এবার তার মতো একজনকে না পাওয়াটা আফগানদের কাছে যে বড় ধাক্কা সেটা অস্বীকার করেননি হাশমতউল্লাহ শহীদি।

আগামী ১৪ জুন থেকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটা খেলবে আফগানিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুদিন ধরে অনুশীলন করছেন আফগান ক্রিকটাররা।

আজ সোমবার (১২ জুন) অনুশীলনের ফাঁকে হাশমতউল্লাহ শহীদি বলছিলেন, ‘(রাশিদ না থাকাটা) একটু চ্যালেঞ্জিং তো হবেই। সবাই জানে সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, বিকল্প আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ্।’

বিজ্ঞাপন

চোটের কারণে বাংলাদেশও তাদের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানে এই ম্যাচে পাচ্ছে না। সেটাও মনে করিয়ে দিতে চাইলেন আফগান অধিনায়ক। শহীদি বলেছেন, ‘সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে। তবে আগে যেটা বললাম, আমাদের আরও ভালো বোলার আছে, ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে।’

আফগানিস্তানের মূল শক্তি তাদের স্পিন বোলিং ডিপার্টমেন্ট। তবে টেস্টে ভালো করতে হলে ব্যাটিংয়েও ভালো পারফর্ম দরকার। আফগানদের সেই ক্ষমতা আছে বলেছেন শহীদি।

আফগান অধিনায়ক বলেন, ‘আমাদের আস্থা রাখার মতো ব্যাটার আছে যারা অতীতে ভালো করেছে। ওয়ানডেতে ভালো খেলা ইব্রাহীম (জাদরান), রহমত শাহ আছে। আমিও সর্বশেষ টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছি। আরও অনেক সম্ভাবনাময়ী ব্যাটার আছে। আমি বিশ্বাস করি আমাদের ব্যাটাররা ভালো। দিনকে দিন উন্নতি করছে ব্যাটিং বিভাগ। আমি দলের কাছ থেকে ভালো পারফরম্যান্সই আশা করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন