বিজ্ঞাপন

এশিয়া কাপের দলে থাকছেন না মাহমুদউল্লাহ!

August 11, 2023 | 9:24 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল রোববার এশিয়া কাপের জন্য পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হবে। প্রশ্ন হচ্ছে এই দলে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের নাম থাকছে কি?

বিজ্ঞাপন

প্রায় পাঁচ মাস যাবত জাতীয় দলের বাইরে আছেন মাহমুদউল্লাহ। তবে তার পজিশনে সুযোগ পাওয়া অন্যরা খুব একটা সুবিধা করতে পারেননি বলে আভাস পাওয়া যাচ্ছিল রিয়াদকে নিয়েই তৈরি হবে এশিয়া কাপ ও বিশ্বকাপের দল। কিন্তু এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিক দল ঘোষণার আগের দিন বোর্ড সভাপতি নাজমুল হোসেন দিলেন ভিন্ন ইঙ্গিত।

এশিয়া কাপের দল কেমন হতে পারে এই প্রশ্নে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের নাম উচ্চারণ করেছেন পাপন। আফিফ হোসেন ধ্রুবর নামও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে বলেছেন তিনি।

শুক্রবার (১১ আগস্ট) গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন পাপন। সেখানেই এশিয়া কাপের দল কেমন হতে পারে জিজ্ঞেসা করা হয় পাপনকে। তাতে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহ, আফিফ, শামীম পাটোয়ারীর নাম নিয়েছেন বোর্ড প্রধান।

বিজ্ঞাপন

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হবে জানিয়ে পাপন বলেন, ‘অতিরিক্ত প্লেয়ার কাকে নেব, এটা জিজ্ঞেস করতে পারেন। আমি মনে করি, এখানে আফিফ আছে, মাহমুদউল্লাহ আছে, শামীম পাটোয়ারি আছে। ১৭ জনের বাইরে। আমার ১৭ শেষ আগেই। তারপরও আপনাদেরকে বলছি। আপনারা যে কাকে বাদ দিতে চাচ্ছেন, সেটা আমি জানি না। আপনারা যখন নামগুলো বলেন, বুঝি না কেন। ধরেন এদের আমার (দলে) ঢোকাতে হতে পারে। এমনকি মোসাদ্দেকও হতে পারে।’

এশিয়া কাপের দলে কারা কারা থাকতে পারেন তার ধারনা দিতে গিয়ে পাপন বলেন, ‘আমার ধারণা এটা মনে হয় মোটামুটি ক্লোজ (এশিয়া কাপের স্কোয়াড) হয়ে গেছে। অন্তত চারটা পেসার নিয়ে যাবে। আমাদের পাঁচজন থেকে যেকোনো চারজন যাবে। আবার এমনও হতে পারে পাঁচজন নেবে। নিতে হবে কিন্তু ১৭ জন। বিশ্বকাপে নিশ্চিত পাঁচজন নিয়ে যাব পেসার, মানে এটা আমার ধারণা। যে ধরনের উইকেটে খেলা হবে, তাই করবে। তারপরও ধরছি চারজন নেবে।’

‘স্পিনার আমাদের সাকিব আছে, মিরাজ আছে; তারপর একটা অতিরিক্ত স্পিনার নিতে হবে অবশ্যই। তাইজুল আর নাসুম আছে। সংক্ষিপ্ত ফরম্যাটে আমার ধারণা নাসুমেরই সম্ভাবনা বেশি। এখানে আরেকটা চলে গেল। পাঁচটা চলে গেল। এদের ছাড়া, আমি মিরাজ ও সাকিবের নাম বলেছি; তাহলে সাতজন হয়ে গেল। আমার একটা ওপেনার বাকি, তওহিদ হৃদয়-শান্ত-মুশফিক বাকি আছে। এদের বাদ দিয়ে তো আর করা যাবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন