বিজ্ঞাপন

‘২/৩ মাসের মধ‍্যে পুঁজিবাজারে নতুন বিনিয়োগ আসা শুরু হবে’

October 2, 2023 | 10:10 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুাঁজবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ‍্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেছেন, রোড শোর কারণে বাংলাদেশে রেজাল্ট আসতে যাচ্ছে। যা আগামী ২/৩ মাসের মধ‍্যে আসবে। আমাদের দেশে সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখন বিনিয়োগ থেমে আছে।

বিজ্ঞাপন

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে সোমবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসির মাল্টিপারপাস হলে ‘ইনভেস্টর রিসাইলিয়েন্স’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘দেশের জন‍্য এখন বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের ব্র্যান্ডিং শুরু করি। এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু বিনিয়োগ আনতে হলেতো ব্র্যান্ডিং দরকার।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘অন‍্যসব দেশ বাংলাদেশকে গরিবসহ নানা ধরনের সমস্যায় জর্জরিত বলে ভুল ধারণা করে। তাই তাদের মধ‍্যে সঠিক তথ‍্য দেওয়া দরকার।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রেগুলেটর হিসেবে আমাদের ব‍্যর্থতা আছে। কারণ আমরা বিনিয়োগ শিক্ষাটা ছড়িয়ে দিতে পারিনি। যে কারণে অনেকে জানেই না এফডিআর ছাড়াও বিনিয়োগ করা যায়।’

শিবলী রুবাইয়াত বলেন, ‘ক্রিপ্টো কারেন্সি নিয়ে সাবধান থাকতে হবে। এটা নিয়ে কাউকে বাধ‍্য করা যাবে না। যদিও আইওএসকো ক্রিপ্টো অনুমোদন দিয়েছে। তারপরেও হুট করে চালু করা যাবে না। তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে।’

উল্লেখ্য, বিশ্বপুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাদের সংঘ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) সদস্য হিসেবে ২০১৭ সাল থেকে প্রতি বছর ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করছে বিএসইসি। এর ধারাবাহিকতায় এবারও দেশে (২ থেকে ১২ অক্টোবর ) বিনিয়োগ সপ্তাহ পালন করা হবে।

বিজ্ঞাপন

‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন