বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে আফগানদেরই ফেভারিট মানছেন রমিজ

October 22, 2023 | 10:52 am

স্পোর্টস ডেস্ক

প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপের শুরুটা দারুণভাবেই করেছিল পাকিস্তান। এরপর অবশ্য খেই হারিয়ে ফেলেন বাবর আজমরা। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই হার সেমির পথটা কঠিন করে তুলেছে তাদের। আগামী ২৩ অক্টোবর চেন্নাইতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সাবেক পাকিস্তান ক্রিকেটার রমিজ রাজা বলছেন, এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে আফগানরাই!

বিজ্ঞাপন

একদিকে টানা দুই হারে যখন পাকিস্তান ধুঁকছে, অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। খেলা যখন চেন্নাইয়ে, তখন আফগান স্পিনারদের সামলাতে বেশ ভালো বেগ পেতে হবে পাকিস্তানের ব্যাটসম্যানদের, এমনটাই ধারণা রমিজের, ‘পাকিস্তানের এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। চেন্নাইয়ে যেকোনো কিছুই ঘটতে পারে। বিশেষ করে স্পিনারদের বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যানদের যে পারফরম্যান্স, আফগান স্পিনারদের খেলা বেশ কঠিন ব্যাপার হবে। যদি শেষ পর্যন্ত স্পিনিং পিচ হয়, তাহলে আফগানিস্তান ফেভারিট হিসেবে মাঠে নামবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শুরুতেই ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ ছেড়েছেন উসামা মীর। সেই ক্যাচ মিসের মাশুল পুরো ম্যাচেই দিতে হয়েছে পাকিস্তানকে। ওয়ার্নারের দারুণ সেঞ্চুরিই ম্যাচটা পাকিস্তানের নাগালের বাইরে নিয়ে গিয়েছে। এছাড়াও টুর্নামেন্টজুড়েই পাকিস্তানের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া দেখেছেন দর্শক।

রমিজ বলছেন, ফিল্ডিংয়ে উন্নতি না করলে ম্যাচ জেতা কঠিন হবে, ‘ওয়ার্নারের ওই ক্যাচ মিসের কারণে পুরো ম্যাচ ভুগেছে দল। পাকিস্তানের ফিল্ডিং খুবই বাজে হচ্ছে। ওয়ার্নারকে যদি তখন ফেরানো যেত ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে হলে আপনাকে ফিল্ডিংয়ে ভালো করতেই হবে।’

বিজ্ঞাপন

পাকিস্তান কি পারবে আফগানদের হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখতে? নাকি টানা তিন হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে যাবে বাবরের দল?

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন