বিজ্ঞাপন

শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিজিএমইএ সভাপতির

January 15, 2024 | 11:28 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের দেবীপুরে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে কম্বল ও সোয়েটারসহ গরম কাপড় বিতরণের সময় ফারুক হাসান এ আহ্বান জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমরা অনেকেই সৌভাগ্যবান যে, শীতের দিনগুলোতে গরম পোশাক পরিধান করে শীতকালের সৌন্দর্য উপভোগ করি। কিন্তু এমন অনেকেই আছেন, যারা প্রচণ্ড ঠান্ডায় পর্যাপ্ত পোশাকের অভাবে তীব্র কষ্টে রয়েছেন।’

তিনি বলেন, ‘এসব হতদরিদ্র শীতার্ত মানুষেরা যাতে করে এই তীব্র ঠান্ডায় কষ্ট না পায়, তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।’

বিজ্ঞাপন

তিনি সমাজের সামর্থ্যবান, বিত্তশালী, ব্যবসায়ীসহ জনসাধারণকে আহ্বান জানিয়ে বলেন, ‘তারা তাদের স্বল্প ব্যবহৃত বা নতুন গরম কাপড় সুবিধাবঞ্চিত, দরিদ্র মানুষদের দান করে আর্তমানবতার সেবায় অবদান রাখতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আপনাদের এই উদারতা শীতে যে মানুষগুলো একটুখানি উষ্ণতার জন্য সংগ্রাম করছেন, তাদের জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। আসুন এই ঋতুটিকে সবার জন্য কিছুটা হলেও আরামদায়ক করে তুলি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন