বিজ্ঞাপন

রাঙ্গামাটিতে চোলাই মদসহ যুবক আটক, আসামির ‘পরিচয় জানে না’ পুলিশ!

April 9, 2024 | 10:01 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা বনরূপা সমতাঘাট এলাকা থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ এক জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে থানার এসআই রূপক কর্মকার ও ক্য লাহ্ চিং মারমার নেতৃত্বে থানা পুলিশের একটি দল চোলাই মদসহ ওই যুবককে আটক করে।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রূপক কর্মকার ও থানার ওসি মুহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আসামির নাম-পরিচয় ও কী পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়েছে; সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি।

কোতোয়ালি থানার এসআই রূপক কর্মকার বলেন, ‘দুপুরে অভিযানে আটকের পর আমরা আরেকটি টিমকে আসামি বুঝিয়ে দিয়ে আরেকটা অভিযানে এসেছি।’ কী পরিমাণ মদ ছিল এবং আসামির নাম জানতে পারিনি।’

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম জানেন, ‘মদসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আমি এখন থানা থেকে চলে আসছি। বিস্তারিত কোতোয়ালি থানার ওসির কাছ থেকে জেনে নিতে পারবেন।’

বিজ্ঞাপন

এদিকে, থানার ওসি মুহাম্মদ আলী বলেন, ‘সমতাঘাট থেকে একজনকে আটক করা হয়েছে। আমি থানার বাহিরে নাম-পরিচয় জানতে পারিনি। জেনে জানাচ্ছি।’

বনরূপা উত্তর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি বিজয়গিরি চাকমা বলেন, ‘দুপুরে পুলিশের অভিযানে বনরূপা বাজার ঘাট থেকে একজন আটক করেছে পুলিশ। তবে তিনি মদের সঙ্গে জড়িত কিনা তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ একজনকে আটকে করেছে তা নিশ্চিত।’

স্থানীয়রা বলছেন, দুপুরে সমতাঘাট এলাকা থেকে আসামিসহ চোলাই মদ জব্দ করে পুলিশ। একটি ইঞ্জিনচালিত নৌকায় বস্তাবন্দি ও নৌকার কাঠের নিচে বিভিন্ন ধরনের বোতল ভর্তি চোলাই মদ ছিল। আনুমানিক কত লিটার মদ হতে পারে ধারণা করা যাচ্ছে না। রাঙ্গামাটিতে নববর্ষ ও বিজু উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি গ্রাম থেকে বিক্রির জন্য চোলাই মদ আনা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন