বিজ্ঞাপন

চার পরিচালকের ‘লাস্ট স্টোরিজ’

May 19, 2018 | 2:09 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

‘বিশ্বাসঘাতকতা, কামনাতৃপ্তি, শ্রেণী বৈষম্য এবং নিষিদ্ধ ফল’- বলিউডে পরবর্তী সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ এই চারটি গল্পের মধ্য দিয়ে অন্বেষন করবে প্রেম ও কামনার বিভিন্ন স্তর। গুচ্ছ গল্পের এই ছবিটি পরিচালনা করেছেন করণ জোহর, জয়া আখতার, দিবাকর ব্যানার্জী ও অনুরাগ ক্যাশ্যপ। তাদের চোখ দিয়েই দর্শকেরা দেখতে পাবেন বিশুদ্ধ ভারতীয় প্রেমের আন্তর্জাতিক চিত্রায়ন।

‘লাস্ট স্টোরিজ’ বা ‘কামনার গল্প’ অন্তর্জালিক প্রদর্শক ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্সের অর্থায়নে নির্মিত দ্বিতীয় ভারতীয় সিনেমা। বলিউডে প্রতিষ্ঠানটির প্রথম সিনেমা ছিলো ‘লাভ পার স্কয়ারফিট’। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার বাজার ধরতে ব্যাপক অর্থ লগ্নি করছে যুক্তরাষ্ট্রভিক্তিক এ প্রতিষ্ঠানটি। এরই মধ্যে তারা নির্মাণ করেছে হিন্দি ভাষার প্রথম অরজিনাল সিরিজও। ‘স্যাকরেড গেমস’ নামে ড্রাগ কার্টেলদের নিয়ে নির্মিত সিরিজটির একঝলক ইতিমধ্যে অন্তর্জালে প্রকাশ করা হয়েছে। সিরিজটি পরিচালনা করেছেন অনুরাগ ক্যাশ্যপ।


আরও পড়ুন: ঈদেই মুক্তি পাচ্ছে ‘পোড়ামন ২’


‘লাস্ট স্টোরিজ’-এরও এক ঝলক প্রকাশিত হয়েছে শুক্রবার। সিনেমাটির খন্ড দৃশ্য দেখে এটুকু বোঝা গেছে যে, ভারতীয় মধ্যবিত্ত পরিবারগুলোর প্রেম ও কাম সংক্রান্ত যাবতীয় হতাশা গল্পের ভেতর দিয়ে দৃশ্যবন্দী করার চেষ্টা করেছেন পরিচালকরা। ধারণা করা হচ্ছে, জন মিল্টনের ‘প্যারাডাইস লস্ট’ মহাকাব্য থেকেও একটি গল্পের সমসাময়িক সংযোজন করা হয়েছে ছবিটিতে।

বিজ্ঞাপন

ভারতীয় সিনেমার ১০০ বছর উপলক্ষে পরিচালক চতুষ্টয় এর আগে নির্মাণ করেছিলেন ‘বোম্বে টকিজ’ নামের একটি সিনেমা। ২০১৩ সালে মুক্তি পাওয়া ওই ছবিটি থেকে অবশ্য ‘লাস্ট স্টোরিজ’-এর উপস্থাপনা ঢং বেশ আলাদা। ছবিটিতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, ভিকি কৌশল, রাধিকা আপ্তে, ভূমি পেন্ডারকার ও সঞ্জয় কাপুর।

জুনের ১৫ তারিখে শুধু মাত্র নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন