বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে গেলেন ‘দেবী’

November 4, 2018 | 1:36 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

‘দেবী’র পা পড়েছে আমেরিকায়। সান ফ্রাঞ্চিস্কো-র নির্মল আকাশ আর বোদ্ধা দর্শকরা জানাচ্ছে ‘দেবী’-র আগমনী শুভেচ্ছা। লেখনীর তীক্ষ্ণ মাদকতায় যে চরিত্র গুলো নিপূন ভাবে এঁকে গেছেন হুমায়ূন আহমেদ- তারা একে একে বড় পর্দায় তাদের উপস্থিতি জানাবেন এই ‘দেবী’ ছবিতে। ৩ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হচ্ছে ছবিটি।


আরও পড়ুন :  মম চিত্তে মৃন্ময়ী মৌসুমী


হুমায়ুন আহমেদ এবং ‘দেবী’র প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান- দু’জনকেই বে এরিয়া ঢেলে দিয়েছেন নিখাদ ভালোবাসা। সান ফ্রাঞ্চিস্কো শুধু নয়- ডি সি ভারজিনিয়া, অস্টিন , ডালাস, নিউ ইয়র্ক- সব খানে প্রবাসী বাংলা ভাষাভাষি মানুষ অকপটে আপন করে নিয়েছেন ‘দেবী’-কে। যেন সবাই ‘দেবী’র অপেক্ষায় ছিল।

অনম বিশ্বাস তার প্রথম ছবিতেই দিয়েছেন মুন্সিয়ানার পরিচয়। চঞ্চল এর অভিনয় আবার দেখবে যুক্তরাষ্ট্রের বাঙালিরা, তাতেই আনন্দের শেষ নেই তাদের। বায়োস্কোপ ফিল্মস ‘দেবী’ ছবিকে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :  বলিউডের ছোট্ট ‘ভূত’


Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন