বিজ্ঞাপন

শঙ্কায় মঞ্জু, সন্তুষ্ট খালেক

May 15, 2018 | 11:39 am

।। সারাবাংলা ডেস্ক।।

বিজ্ঞাপন

ঢাকা : খুলনা সিটি করপোরেশনে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক ও বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গ। এই দুই প্রার্থী ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে মঙ্গলবার (১৫ মে) সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পৃথকভাবে কথাও বলেন তারা।

বিএনপি মেয়রপ্রার্থী শঙ্কা প্রকাশ করেছেন ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে। ৩০টি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিএনপি প্রার্থী শঙ্কা প্রকাশ করলেও ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। বিএনপি প্রার্থীর অভিযোগকে সাংগঠনিক দুর্বলতার বহিঃপ্রকাশ মন্তব্য করে তিনি বলেন, ‘সেখানে যদি তাদের সংগঠন দুর্বল থাকে, এজেন্ট যদি না থাকে তাহলে আমাদের কী করার আছে?’

বিজ্ঞাপন

নগরীর পাইওনিয়ার উচ্চ বিদ্যালয়ে ভোট শেষে তিনি বলেন, ‘আমি নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, পরিবেশ ধরে রাখার জন্য যাতে তারা চেষ্টা করে। ভোটারদের যাতে কোনো অহেতুক চাপ প্রয়োগ না করে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আইনশৃঙ্খলা বাহিনী তা অব্যাহত রাখবে বলে আমি আশা করি।’

তিনি বলেন, ‘সংসদ সদস্য পদ ছেড়ে দিয়েই আমি এসেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি যেন আপনাদের সেবা করতে পারি সে সুযোগ দেবেন।’

এদিকে বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘ভোট সুষ্ঠু ও অবাধ হোক সেটিই আমার আশা। কিন্তু সকাল থেকে যা দেখেছি তাতে ‍সুষ্ঠু ভোট হবে কি না সংশয় রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে সরকারদলীয় লোকজন আমার নিয়োজিত পোলিং এজেন্টদের বের করে দিচ্ছে। ২১, ২২, ২৫, ২৮, ২৯, ৩০, ৩১ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘নগরীর ৩০ কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এসব কেন্দ্র সরকার দলীয় সমর্থকরা দখল করে নিয়েছে। মারপিট করা হচ্ছে। মহিলাদের আটকে রাখা হয়েছে। খুব খারাপ অবস্থা নগরীতে।’

মঙ্গলবার সকাল ৮টা থেকে খুলনা সিটি করপোরেশনের ২৮৯টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

৪ লাখ ৯৩ হাজার ভোটার এ নির্বাচনের মাধ্যমে খুলনার নগরপিতা নির্বাচন করবেন।

বিজ্ঞাপন

নগরীর ২৭ ওয়ার্ডের রহিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে নিজের ভোট শেষে তিনি বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের ফল আমি মেনে নেব। কিন্তু ভোট ডাকাতি এবং এ ধরনের দখলের নির্বাচন আমি কোনোভাবে মেনে নেব না এবং জনগণও মেনে নেবে না।’

মঙ্গলবার সকাল ৮টা থেকে একযোগে সিটি করপোরেশনের ২৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

খুলনা সিটিতে মোট ভোটার চার লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন। বুথ সংখ্যা এক হাজার ১৭৮টি। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার রয়েছে ৪ হাজার ৯৭২ জন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে। নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ২০৬ নম্বর কেন্দ্র ও ২৭ নম্বর ওয়ার্ডের ২৩৯ নম্বর কেন্দ্রে মোট ১০টি ইভিএম রয়েছে।

সারাবাংলা/এমএস/একে

আরও পড়ুন

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে: মঞ্জু
জনগণের রায় মেনে নেব: খালেক
উৎকণ্ঠায় শুরু খুলনার ভোট

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞামিঠাপুকুর-পীরগঞ্জে নির্বাচন কাল, ভোটার উপস্থিতিই চ্যালেঞ্জরামপুরা-মোহাম্মদপুরে ব্যাটারিচালিত রিকশা চালকদের অবরোধর‌্যাব হেফাজতে নারীর মৃত্যু: ক্যাম্প কমান্ডার প্রত্যাহারছাদ থেকে পড়ে মানসিক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যুএকদিন এই আর্সেনাল শিরোপা জিতবেই: আর্টেটাহেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রী নিহতরাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, সেখানে ‘প্রাণের চিহ্ন নেই’আগামী মৌসুমেই সিটিকে বিদায় বলবেন 'ক্লান্ত' গার্দিওলা?রাইসিকে বহনকারী দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের সন্ধান মিলেছে সব খবর...
বিজ্ঞাপন