বিজ্ঞাপন

আজীবন নির্বাচনের অযোগ্য নওয়াজ শরীফ

April 13, 2018 | 3:21 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রুল জারির মাধ্যমে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সব ধরণের সরকারি কাজের জন্য আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেছে।

শুক্রবার (১৩ এপিল) পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে এ রুল জারি করেন। ওই রুলে বলা হয়েছে পাকিস্তানের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের সদস্য হতে হলে তাকে অবশ্যই ‘সৎ ও বিশ্বস্ত’ হতে হবে। অথবা তারা পার্লামেন্টের অযোগ্য বলে বিবেচিত হবেন।

পানামা পেপার্স কেলেঙ্কারির তথ্য ফাঁস হওয়ার পর গত বছরের জুলাইতে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

বিজ্ঞাপন

যদিও নওয়াজ শরীফের রাজনৈতিক দল পাকিস্তানী মুসলিম লীগ-এন এখনো পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠ দল। যারা এ রুলকে সে দেশের গণতন্ত্রের জন্য আঘাত বলে মনে করছে।

রায়ের কিছুক্ষণ পরই পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব বলেন, একটি অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে অযোগ্য বিবেচিত করা হয়েছে। কোনো অভিযোগই এখনো প্রমাণিত হয়নি।

এ ছাড়া এখনই তিনি নিষিদ্ধ হচ্ছেন না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন