বিজ্ঞাপন

কাঁচ কুয়াশার দিন

December 11, 2018 | 9:18 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

ঢাকায় বসে ধোঁয়া দেখে কুয়াশা মনে হলেও আজকে কোথাও কোথাও বেশ কুয়াশা পড়বে। আকাশের সেই কুয়াশা শীতের অনুভূতি আরও জাগিয়ে তুলবে।

অগ্রহায়ণ মাসের আজকে ২৭ তারিখ। কোনও ঋতুর শেষের মাসটা যখন শেষে এসে পৌঁছায় তখন সে নতুন ঋতুর রঙেই রঙিন হয়। এই যে আজকে যেমন শীতের মতোই মনে হচ্ছে।

সব দিকেই শীত, তারপরেও টেকনাফে কাল তাপমাত্রা কেন যেন ২৯ ডিগ্রি সেলসিয়াসে উঠে বসে ছিল। যদিও সিলেটে সর্বনিম্ন ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আজ সারাদিনের তাপমাত্রা খুব বেশি হলে ২৬ বা ২৭ ডিগ্রি সেলসিয়াস হবে। তবে এটা বেশিক্ষণ থাকবে না। একটু পরেই ঠাণ্ডা নেমে যাবে। আর সারাদিন কম আর বেশি ঠাণ্ডা লাগবে।

দিনের আর্দ্রতা আর রৌদ্রের উপস্থিতি আগের মতোই থাকছে।

তাহলে আর কী? ঘর থেকে বেরিয়ে পরুন দিনটাকে জয় করতে।

বিজ্ঞাপন

শুভ হোক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ/এসএমএন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন