বিজ্ঞাপন

পুলিশ পরিদর্শক জালাল হত্যা মামলায় আসামির স্ত্রীর জবানবন্দি

March 22, 2018 | 7:06 pm

স্টাফ করেসন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) জালাল উদ্দিন হত্যা মামলায় পালিয়ে যাওয়া আসামি মো. হাসান মাহমুদের স্ত্রী তানিয়া বেগম আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ মার্চ) ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলমের কাছে তিনি এ জবানবন্দি দেন।

গত ১৯ মার্চ মধ্যরাতে মধ্য পীরেরবাগ এলাকায় আলিমুদ্দিন স্কুলসংলগ্ন ১০৫-এর এ-এর ১ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে মাথায় গুলিবিদ্ধ হন পুলিশ ইন্সপেক্টর জালাল।

বিজ্ঞাপন

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তবে পুলিশ ওই ভবন থেকে তানিয়া বেগমসহ ৩ জনকে আটক করেছিল। ওই ঘটনায় গত ২১ মার্চ মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন ডিবির এসআই শামীম আহমেদ। মামলায় মো. হাসান মাহমুদসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

সারাবাংলা/এআই/এমআই

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন