বিজ্ঞাপন

বাংলাদেশের গতির দাপটে ছিন্নভিন্ন জিম্বাবুয়ে

October 19, 2018 | 3:31 pm

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রস্তুতি ম্যাচ হতে পারে। বিকেএসপির মাঠের ২২ গজ ক্রিজে যেন আগুন ঝড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বোলাররা। টজ জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে যেন দুমরে মুচড়ে দিলেন গতির বোলাররাই। সফরকারীরা গুটিয়ে গেলো ১৭৮ রানে।

বিজ্ঞাপন

এমন দিনে পিচে টিকে ছিলেন অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা ও এলটন চিগুম্বুরা। বাকী কেউ সেভাবে ‍থিতু হওয়ার সুযোগ পান নি। বিসিবি একাদশে ডাক পেয়ে ডান হাতি মিডিয়াম পেসার এবাদত একাই ধসিয়ে দেন জিম্বাবুয়ে শিবির। একাই ৫ উইকেট নেন তিনি। সফরকারীরা গুটিয়ে যায় ৪৫.২ ওভারে।

ইনিংসের তৃতীয় ওভারে ক্রেইগ আরভিনকে (১) ফিরিয়ে এবাদত ভাঙেন ৭ রানের উদ্বোধনী জুটি। তারপর নামে ধস, যেটা থামে ৪৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর।

মাসাকাদজা ও চিগুম্বুরা একশ ছাড়ানো জুটিতে সফরকারীদের স্বস্তিতে ফেরান। তবে মোহাম্মদ সাইফউদ্দিন ৪৭ রানে চিগুম্বুরাকে ফিরিয়ে এই বাধা ভাঙেন। ১২৪ রানের এই জুটি ভাঙার পর আবার তাসের ঘর হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ৭ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় তারা।

বিজ্ঞাপন

এবাদত তার নবম ওভারে টানা দুটিসহ তিনটি উইকেট নেন। ১০২ রানে মাসাকাদজাকে বোল্ড করেন এই ডানহাতি পেসার। ৯ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৫ উইকেট।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন