বিজ্ঞাপন

মেঘে মেঘে রোদ জ্বলা এক দিন

April 3, 2018 | 9:33 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর ।।

চৈত্রের আজ ২০ তারিখ। আমরা যেমন পহেলা বৈশাখীর প্রস্তুতি নিচ্ছি,  প্রকৃতিও নিচ্ছে। তাই তো আকাশে মেঘের পাল ছুটিয়ে সূর্য ঠিকই আমাদের দিকে কড়া নজর রাখছে।

বিজ্ঞাপন

আজ সকালে বেশ কালো কালো মেঘ ছিল আকাশে, কাল রাতেও কয়েক জায়গায় বিছিন্নভাবে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি-জলে বাতাসের আর্দ্রতা বেড়ে গিয়েছে। এখন দিনগুলো ঠিক আগের মতো শুষ্ক না।

আবহাওয়ার বার্তা বলছে, এই মেঘ বেলা বাড়লে চলে যাবে। আবার বেলা পড়লে ভেলা ভাসাবে আমাদের সীমানার আকাশে। তাহলে মোট কথা দাঁড়ালো, দিন জুড়ে মেঘের এই আনাগোনা লেগেই থাকবে।

মেঘ থাকুক কি না থাকুক, সূর্য তার সাম্রাজ্য গুছিয়েই নিয়েছে। এখন সূর্য উঠলেই কড়া রোদ, অতিবেগুনী রশ্মির ইনডেক্স ৯ বা ১০ থাকবেই। মাথার উপর থেকে বৃষ্টির চিন্তাও বের করা যাচ্ছে না, যেহেতু মেঘ আছে। ছাতাটা ব্যাগে আছে নাকি খোয়া গেছে একবার দেখেই নেওয়া ভালো।

বিজ্ঞাপন

রোদ চশমা থাকলে ভালো না থাকলে মৌসুম উপলক্ষে একটা কিনে ফেলা যায়। তাহলে, ছাতা, রোদ চশমা, একবোতল পানি, সুতির ঢোলাঢালা জামা সব পরে এইবেলা ঘর থেকে বেড়িয়ে পড়ুন।

রোদ আর কিস্যু করতে পারবে না!

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন