বিজ্ঞাপন

সেমিতে সোহান-সৈকত-শান্তদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

December 12, 2018 | 7:13 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

চলমান এসিসি ইমার্জিং এশিয়া কাপে সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ। জুনিয়র টাইগারদের সঙ্গে সেমির টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কা। অনূর্ধ্ব-২৩ এই প্রতিযোগিতায় বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কান কিশোররা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক হিসেবেই খেলবে শ্রীলঙ্কা।

দ্বিতীয় সেমিতে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। দুটি সেমিই হবে ১৩ ডিসেম্বর। দুই সেমির জয়ী দুটি দল উঠবে ফাইনালে। আগামী ১৫ ডিসেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান, আরব আমিরাত এবং হংকং। নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৯৭ রানে হেরে বসে জুনিয়র টাইগাররা। পরের দুটি ম্যাচেই টানা জয় তুলে নিয়ে সেমির টিকিট কাটে মোসাদ্দেক সৈকত, নাজমুল শান্ত, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শফিউল ইসলামরা।

বিজ্ঞাপন

নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২৮ রানের জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের দলটি। আর গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে তাদেরই মাটিতে ৮৪ রানে হারিয়ে সেমিতে উঠে জুনিয়র টাইগাররা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন